কাগজ প্রতিবেদক ॥ নকল নবিশ কার্যক্রম এক মাস বন্ধ থাকায় দারুন দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। মুল্যবান, গুরুত্বপুর্ণ দলিলাদীর নকল তুলতে অতিরিক্ত অর্থ। নকল-নবিশ এর কলম বিরতি চলমান থাকলেও চুক্তিতে মুক্তি পাচ্ছে নকল কপি। এমন অভিযোগ গতকাল সরজমিনে কুষ্টিয়া সদর সাব-রেজিষ্ট্রির অফিসে পৌছে জানা যায়।
জানা যায় যে, গত ২০ অক্টোবর ২০২৪ তারিখ থেকে এপর্যন্ত সকল জেলার নকল-নবিশরা নিজ নিজ অফিসে কলম বিরতি রেখে ঢাকাতে তাদের চাকরি জাতীয়করণ নিয়ে একটানা আনন্দলোনে পড়ে আছেন। আর এদিকে কুষ্টিয়া সদর সাব-রেজিস্ট্রার অফিসের ৪ জন কর্মচারী চুক্তিতে মুক্তি দিচ্ছে নকল কপি। দ্বিতীয় তলার জেলা রেজিষ্ট্রারের সহকারী এলা রাণী, কুষ্টিয়া জেলা রেকোডর্ কিপার এর সহকারী স্বপ্না এর সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে। কুষ্টিয়া সদর সাব-রেজিস্ট্রারের মোহরার, সাথিয়া সুলতানা সাথী ও রোজিনা পারভীন নকল উঠাতে নিচ্ছেন মোটা অংকের টাকা বলে অভিযোগ রয়েছে। জমি মানুষের ভবিষ্যৎ এর সম্পদ যে কোনো সময় প্রয়োজনে জমি বিক্রি করে বিভিন্ন কাজে লাগায়। দীর্ঘ ১মাস নকল-নবিশরা একটানা আনন্দলোনে ব্যাস্ত থাকায় একদিকে যেমন হচ্ছে না জমি মিউটেশন ও বিক্রি করতে পারছে না জমির মালিকেরা তাদের জমি। এতে সরকার রাজস্ব হারাচ্ছে প্রতিদিন।
এ বিষয় নাম প্রকাশে কয়েকজন নকল-নবিশ বলেন,আমরা একটা দলিল লিখলে টাকা পায় মাত্র একশত না লিখলে পাই না। দলিল লেখকরা বলেন, নকল-নবিশরা নকল না লেখায় আগে দলিল নকল কপি উঠাতে অফিস টাকা নিতো ১ হাজার ১২ শত টাকা। এখন নকল-নবিশরা তাদের চাকরি জাতীয় করণে কলম বিরতি আনন্দলোনে ব্যাস্ত থাকায় অফিসের এরা নিজেরা মক্কেল ধরে ৪/৫ হাজার টাকারও বেশী নিচ্ছে বলে তারা জানায়। এবং জরুরী কিছু দলিলের ক্ষেত্রে দশ থেকে বিশ হাজার টাকা পর্যন্ত নিচ্ছে ওই চার কর্মচারী। এ বিষয়ে কুষ্টিয়া সদর সাব-রেজিস্ট্রি অফিসের নকল-নবিশ এর সভাপতি এ প্রতিবেদকে জানান, আমরা আমাদের চাকরি জাতীয়করণের জন্য ঢাকাতে ব্যাস্ত থাকায় মোটা অংকের টাকা নিয়ে নকল উঠায়ে দিচ্ছে অফিস স্টাফরা এমন সংবাদ আমাদের কাছে আসছে। এ ব্যাপারে আমরা রেকর্ড কিপারকে কে অবগতি করা হয়েছে। স্যারের জরুরী কোনো দলিল থাকলে দিতে পারেন। তাই বলে ঢালাও ভাবে নকল কপি করে আমাদের আনন্দলোন কে নস্যাৎ করার চেষ্টা করবেন না।
Leave a Reply