————জেলা প্রশাসক তৌফিকুর রহমান
কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া জেলা প্রশাসক মো: তৌফিকুর রহমান বলেন, আমি আমার মনের ভাষা ও অনুভূতি প্রকাশ করতে পারব, এটিই নতুন বাংলাদেশের প্রত্যাশা। আমাদের প্রতিটি মুহূর্ত কাজে লাগাতে হবে, জনগনের প্রত্যাশা পূরনের জন্যই এই তথ্য মেলার আয়োজন। তিনি মঙ্গলবার বিকালে জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি, কুষ্টিয়ার আয়োজনে দুই দিনব্যাপী আয়োজিত তথ্যমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। কুষ্টিয়া পাবলিক লাইব্রেরী চত্বরে সনাক কুষ্টিয়ার সভাপতি আসমা আনসারী মীরুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক আরও বলেন, আমাদের ভালো কাজ করতেই হবে। খারাপ করবার কোন সুযোগ নেই।
‘তথ্যই শক্তি-জানব, জানাবো, দুর্নীতি রুখব’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ায় দুই দিনব্যাপী দুর্নীতিবিরোধী তথ্য মেলার আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার মো: মিজানুর রহমান এবং সিভিল সার্জন ডা: মো: আকুল উদ্দিন। মেলায় স্বাগত বক্তব্য রাখেন সনাক সদস্য শাহরিয়ার হোসেন। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন টিআইবি’র কো-অর্ডিনেটর কাজী শফিকুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন সনাক সহ-সভাপতি নীলিমা বিশ^াস, সদস্য রফিকুল আলম টুকু, মিজানুর রহমান লাকী, তারিকুল হক তারিক, মীর ছানোয়ার হোসেন, শাহজাহান আলী, জহুরুল হক চৌধুরী, অশোক সাহা, নজরুল ইসলাম, টিআইবি’র ক্লাস্টার কো-অর্ডিনেটর মো: ফিরোজ উদ্দিন প্রমুখ। বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো: মিজানুর রহমান বলেন, যার কাছে যত বেশি তথ্য আছে সে তত বেশি শক্তিশালী। দুর্নীতি শুধু অর্থনৈতিক লাভবানকে কেন্দ্র করেই নয়, দায়িত্বশীল কাজকে অবহেলা করাও দুর্নীতি। আমাদের পেশাদারিত্বের সাথে কাজ করলে দুর্নীতি কমবে। কাজী শফিকুর রহমান বলেন, আগামীর বাংলাদেশ হোক দুর্নীতি মুক্ত। এই স্বপ্নকে ধারন করেই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) কাজ করে যাচ্ছে। এজন্য সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। সভাপতির বক্তব্যে আসমা আনসারী মীরু বলেন, তরুন প্রজন্ম যদি মনে করে দুর্নীতিকে না বলি, তাহলে পরবর্তী প্রজন্মকে দুর্নীতিমুক্ত করা সম্ভব। দুই দিনের এই মেলায় সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ৩০টি স্টল অংশ নিচ্ছে। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Leave a Reply