ঢাকা অফিস ।।দেশের বাইরে নিউজিল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজেই নিয়মিত সফর করে বাংলাদেশ ক্রিকেট দল। নিউজিল্যান্ডে ২০২২ সালে একটি টেস্ট জিতলেও শেষ ১০ বছরে ক্যারিবিয়ানে ৩টি সফরে কোনো জয় বা ড্র নেই টাইগারদের। এবার চতুর্থ সফর করছে বাংলাদেশ। পরিসংখ্যান একপেশে থাকলেও ওয়েস্ট ইন্ডিজের কোচ আন্দ্রে কোলি আশা করছেন, এবার লড়াই জমতে পারে দুই ম্যাচের টেস্ট সিরিজে। আগামী শুক্রবার দুই দলের টেস্ট সিরিজ শুরু হবে অ্যান্টিগায়। আর ৩০শে নভেম্বর জ্যামাইকায় শুরু দ্বিতীয় টেস্ট। সিরিজটি টেস্ট চ্যাম্পিয়নশীপের অংশ। সবশেষ দুই সফরেও প্রথম টেস্ট ছিল অ্যান্টিগায়। সাকিব আল হাসানের নেতৃত্বে ২০১৮ সালে বাংলাদেশ হেরেছিল ইনিংস ও ২১৯ রানে, ২০২২ সালে হেরেছিল ৭ উইকেটে। ২০১৮ সালে প্রথম ইনিংসে ৪৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। পরেরবার প্রথম ইনিংসের রান ছিল ১০৩। সবশেষ তিন সফরের অন্য চার ম্যাচে বাংলাদেশের হার ছিল দুটিতে ১০ উইকেটে, অন্য দুটিতে ২৯৬ ও ১৬৬ রানে। সামপ্রতিক সময়ে ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও জঘন্য খেলেছে বাংলাদেশ। সেক্ষেত্রে ক্যারিয়ান দীপপুঞ্জে ভালো কিছু আশা করা কঠিন। ক্যারিবিয়ানরা তবু লড়াইয়ের প্রস্তুতি নিয়েই রাখছে। টেস্ট সিরিজের আগে দুই দিনের প্রস্তুতি ম্যাচে ও সিরিজের আগে অনুশীলন ক্যাম্পে নিজেদের ঝালাই করে নিতে চান ক্যারিবিয়ান কোচ আন্দ্রে কোলি। তিনি বলেন, ‘উদীয়মান দুটি স্কোয়াডের মধ্যে বাংলাদেশের বিপক্ষে সিরিজটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলেই আশা করছি আমরা। সিরিজের আগে দুই দিনের প্রস্তুতি ম্যাচ ও অনুশীলন ক্যাম্প আমাদেরকে সুযোগ করে দেবে সম্ভাব্য সেরা প্রস্তুতি নেয়ার। অভিজ্ঞ ও উঠতি, সব ক্রিকেটারই নিজেদের স্কিল শাণিত করে নেয়ার সুযোগ পাবে টেস্ট সিরিজের আগে।’
প্রস্তুতি ম্যাচে খেলবেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট। এসব ম্যাচে স্বাগতিক দলের অধিনায়কের এসব ম্যাচে খেলা বিরল ব্যাপার। গত আগস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের পর ঘরোয়া ক্রিকেটেও আর কোনো ধরনের ম্যাচ খেলেননি ব্র্যাথওয়েট। সবশেষ ১৫ টেস্ট ইনিংসে তার ফিফটি একটি। ফলে অধিনায়কের ছন্দে ফেরা তাই দলের জন্য জরুরি। এ কারণেই হয়তো প্রস্তুতি ম্যাচেও আছেন ব্রাথওয়েট।
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ১৫ জনের দল শুক্রবার ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। ব্র্যাথওয়েট ছাড়াও টেস্ট স্কোয়াডে থাকা অলরাউন্ডার জাস্টিন গ্রিভস ও ব্যাটসম্যান টেভিন ইমলাখ আছেন প্রস্তুতি ম্যাচের দলে। দুই টেস্ট খেলা গ্রিভস টেস্ট দলে ফিরেছেন জেসন হোল্ডারের চোটের কারণে। ইমলাখ দলের সঙ্গে আছেন বেশ কিছুদিন ধরেই। তবে আন্তর্জাতিক অভিষেক এখনও হয়নি ২৭ বছর বয়সী ব্যাটসম্যানের।
ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দল: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জশুয়া ডা সিলভা (সহ-অধিনায়ক), আলিক আথানেজ, কেসি কার্টি, জাস্টিন গ্রিভস, কাভেম হজ, টেভিন ইমলাখ, আলজারি জোসেফ, শামার জোসেফ, মিকাইল লুই, অ্যান্ডারসন ফিলিপ, কেমার রোচ, জেডেন সিলস, কেভিন সিনক্লেয়ার ও জোমেল ওয়ারিক্যান।
Leave a Reply