বিশ্ব ডায়াবেটিস দিবসে কুষ্টিয়ায় র্যালী ও আলোচনাসভা
কাগজ প্রতিবেদক ॥ বিশ্ব ডায়াবেটিস দিবসে কুষ্টিয়ায় বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির আয়োজনে বৃহস্পতীবার সকাল সাড়ে ৯টায় ডায়াবেটিক হসপিটাল চত্বর থেকে র্যালীটি শহর প্রদক্ষিন করে। র্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। টেলিকনফারেন্সে মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি স্বাস্থ সংস্কার কমিশনের চেয়ারম্যান জাতীয় অধ্যাপক একে আজাদ খান। স্বাগত বক্তব্য রাখেন কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির যুগ্ম সম্পাদক মুশফিকুর রহমান টর্লিন। কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির সভাপতি মতিউর রহমান লাল্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রখ্যাত হৃদ রোগ বিশেসজ্ঞ ও সার্জন প্রফেসর ডা.এস আর খান। বিশেষ অতিথির বক্তব্য দেন কুষ্টিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এএম জুবায়েদ রিপন, মানবাধীকার আইনজীবি সমিতির কেন্দ্রিয় যুগ্ম সম্পাদক এ্যাড.আব্দুর রশিদ রানা, ডায়াবেটিক হসপিটালের মেডিকেল অফিসার ডাঃ মোহনা আফরোজ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণের মাধ্যমে সারাজীবন সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করা যায়। অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে মারাত্বক সমস্যার সৃষ্টি হতে পারে। ডায়বেটিস প্রতিরোধের জন্য সব চাইবে বেশি দরকার সচেতনতা। তিনি আরো বরেন, সুস্থ সবলভাবে বেঁচে থাকতে হলে নিয়মিত ডায়াবেটিস আছে কি-না পরীক্ষা করতে হবে। এবং নিয়মতান্ত্রীক জীবন যাপন করতে হবে। তাহলেই আমরা সুস্থ সবল থাকতে পারব। অনুষ্ঠান পরিচালনা করেন কবি কনক সরোয়ার।
Leave a Reply