1. nannunews7@gmail.com : admin :
November 14, 2024, 4:27 pm

ফক্স নিউজের পিট হেগসেথকে প্রতিরক্ষামন্ত্রী করতে চান ট্রাম্প

  • প্রকাশিত সময় Wednesday, November 13, 2024
  • 1 বার পড়া হয়েছে

এনএনবি : যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মার্কিন গণমাধ্যম ফক্স নিউজের সংবাদ ভাষ্যকার পিট হেগসেথকে তার প্রশাসনের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন বলে জানিয়েছেন।
মার্কিন সেনেটের অনুমোদন পেলে হেগসেথই (৪৪) হবেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রতিরক্ষামন্ত্রী।
নির্বাচনী প্রচারে ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন, যে জেনারেলরা প্রগতিশীল নীতি অনুসরণ করে সামরিক বাহিনীর পদগুলোতে বৈচিত্র্যের প্রয়োগ ঘটাচ্ছেন মার্কিন বাহিনীকে তাদের থেকে মুক্ত করবেন তিনি।
যুক্তরাষ্ট্রের রক্ষণশীলরাও সামরিক বাহিনীর এ ‘বৈচিত্রের’ বিরোধিতা করেছেন। রক্ষণশীল হেগসেথও সেই ধারার মানুষ আর তিনি পরবর্তী মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হলে তা ট্রাম্পের নির্বাচনি প্রতিশ্রুতি পূরণের ক্ষেত্রে সঠিক নির্বাচন হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
তবে এমনটি হলে হেগসেথের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্রধান জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান, বিমান বাহিনীর জেনারেল চার্লস কিউ. ব্রাউনের দ্বন্দ্ব বাঁধতে পারে বলে জানিয়েছে রয়টার্স। পদাধিকার বলে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, প্রতিরক্ষামন্ত্রী ও জাতীয় নিরাপত্তা পরিষদের শীর্ষ সামরিক উপদেষ্টা। যুদ্ধবিমানের সাবেক পাইলট ব্রাউনের প্রশান্ত মহাসাগরে ও মধ্যপ্রাচ্যে বাহিনীর নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে।
এই জেনারেল ব্রাউন ‘বামপন্থি রাজনীতিকদের কট্টর অবস্থান অনুসরণ করছেন’ বলে হেগসেথ অভিযোগ করেছেন।
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট নেটোকে নিয়ে সন্দেহবাদী হেগসেথ সম্ভবত ট্রাম্পের বেছে নেওয়ার সহকর্মীদের মধ্যে সবচেয়ে বিস্ময় সৃষ্টিকারী হবেন। পরবর্তী প্রতিরক্ষামন্ত্রী হিসেবে হেগসেথের মনোনয়ন ঘোষণার কিছুক্ষণের মধ্যেই বিরোধীদলের কিছু সদস্য এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন।
কিন্তু নিজের সিদ্ধান্ত ঘোষণা করে ট্রাম্প হেগসেথের প্রশংসা করেছেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, “পিট কঠোর, স্মার্ট ও আমেরিকা ফার্স্ট নীতিতে সত্যিকারের বিশ্বাসী। পিট হাল ধরলে আমেরিকার শত্রুরা তটস্থ থাকবে- আমাদের সামরিক বাহিনী আবার মহান হবে আর আমেরিকা কখনো পিছু হটবে না।“
হেগসেথ যুক্তরাষ্ট্রে আর্মি ন্যাশনাল গার্ডের সাবেক কর্মকর্তা। তার ওয়েবসাইটের তথ্য অনুসারে তিনি আফগানিস্তান, ইরাক এবং কিউবার গুয়ানতানামো বে-তে দায়িত্বপালন করেছেন।
হেগসেথ জানিয়েছেন, তার রাজনৈতিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গীর কারণে বাহিনীতে তিনি কোণঠাসা হয়ে পড়েছিলেন এবং সেনাবাহিনীকে তাকে আর চাইছিল না, এই কারণে ২০২১ সালে সামরিক বাহিনীর পেশা ত্যাগ করেন তিনি।
ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে আগামী ২০ জানুয়ারি শপথ নেবেন। তার আগে নিজের মন্ত্রিসভার সদস্যদের বেছে নিচ্ছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640