খোকসা প্রতিনিধি ॥ গতকাল সন্ধ্যা থেকে পুলিশের উপস্থিতি দেখা যায় খোকসা থানার বিভিন্ন ইউনিয়নে।কুষ্টিয়ার খোকসা থানা পোড়ানোর মামলায় আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার করেছে খোকসা থানা পুলিশ। গতকাল খোকসা থানা পুলিশের রাতভর বিশেষ অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে ।গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, আমিরুল ইসলাম ব্যারিষ্টার,খোকসা পৌর আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ সামসুজ্জামান দীন মেলেটারী (৬০), জয়ন্তী হাজরা ইউনিয়নের বর্তমান ইউপি সদস্য মাহাতাব উদ্দিন মন্ডল (৫২) ,উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল খালেক( ৫০), আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাহিদুল ইসলাম বাবলু (৫৪) কাউছার প্রামানিক (৪০), রবিউল ইসলাম (৬০),আমবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি অলিউজ্জামান রহমান পিয়ার (৩৮) ।
উল্লেখ্য, গত ৫ আগস্ট খোকসা থানায় অগ্নি সংযোগ ৩/১০৮ নং মামলায় ও ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন ১৫/৩ মামলায় আসামিদেরকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেছে খোকসা থানা পুলিশ। খোকসা থানার ওসি মোঃ মইনুল ইসলাম বলেন, গত ৯ ও১০ নভেম্বর খোকসা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামে চিরুনি অভিযান পরিচালনা করে থানা পুলিশের সহযোগিতায় উক্ত আসামীদেরকে গ্রেফতার করা হয়। আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অভিযোগের বিষয় অস্বীকার করে কৃষি কর্মকর্তা রাজিবুল হাসান বলেন, আমরা সকল বরাদ্দ কৃষকের সঠিক ভাবেই বন্টন করেছি। কিছু কৃষকের অভিযোগ থাকতে পারে। তারা ভুল বুঝে অভিযোগ করছেন। আমাদের কাছে এলে বিষয়টি খুলে বললে তাদের হয়তো অভিযোগ থাকবে না।
এ ব্যাপারে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ষষ্টী চন্দ্র রায় বলেন, কৃষকদের অভিযোগের বিষয়ে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে ব্যবস্থা নিতে সুপারিশ করা হবে।
Leave a Reply