কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার কুমারখালীতে ডায়াবেটিস ভালো হয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শরীর সুস্থ রাখতে ডায়াবেটিস রোগের প্রাদুর্ভাব সম্পর্কে নানা বিষয়ে পরামর্শ দেওয়া হয়। রবিবার বিকেলে কুমারখালী থানা মোড়ের গড়াই কমপ্লেক্সে এই সেমিনার অনুষ্ঠিত হয়। মো.আহসান আল মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুষ্টিবিদ মো.সোলাইমান হোসেন ফাউন্ডার ও ম্যানেজিং ডিরেক্টর ওয়েলনেস নিউটিশন। প্রধান অতিথির বক্তব্য সোলাইমান হোসেন বলেন, শরীর মানুষের এমন একটি অঙ্গ একটি ছাড়া অন্যটি অচল। শরীর সুস্থ রাখতে শরীরের প্রতি নিয়মিত যতœ নিতে হবে। ডায়াবেটিস রোগটির প্রাদুর্ভাব দিন দিন বেড়েই চলেছে পুষ্টিকর খাবারের পাশাপাশি নিয়মিত ব্যাম করলে ডায়েবিটিস থেকে রক্ষা পাওয়া সম্ভব। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডার ডিরেক্টরের সিইও আর্জিনা পারভীন রিতাসহ অনেকে।
Leave a Reply