কাগজ প্রতিবেদক ॥ সীমাহিন দুর্নীতি আর অনিয়মে ডুবেছে কুস্টিয়ার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। প্রতিযোগিতামূলক বিশ্ব অর্থনৈতিক প্রবাহে দেশকে এগিয়ে নিতে অধিক জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে ২০০৩ সালে কুষ্টিয়া শহরে ১.৭৬ একর জমির উপর স্থাপিত হয় কারিগরি প্রশিক্ষন প্রতিষ্ঠান। এখান থেকে প্রশিক্ষিত দক্ষ জনবল দেশের আর্থিক খাতে রেমিটেন্স সংযোজনে গুরুত্বপূর্ন অবদান রেখে চলেছে। এমন যুগান্তকারী সফলতা অর্জনকারী প্রতিষ্ঠান টিটিসি’র বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির বিস্তর অভিযোগ এখানে প্রশিক্ষন নেয়া জনগোষ্ঠীর। অভিযোগ আছে লোক দেখানো লটারীতে উত্তীর্ণের নামে প্রশিক্ষনার্থীদের ভর্তি প্রক্রিয়া থেকে শুরু করে একেবারে প্রশিক্ষন শেষ পর্যন্ত প্রতিবছর প্রায় অর্ধলক্ষ শিক্ষার্থীদের জন্য সরকারী বরাদ্দের টাকাসহ বিভিন্ন খাত দেখিয়ে প্রতিজনের কাছ থেকে গড় প্রায় ২হাজার টাকা হিসেবে বার্ষিক প্রায় ৯ কোটি টাকা অবৈধ ভাবে আত্মসাৎ করেন এখানকার প্রতিষ্ঠান প্রধান ও তার সহযোগীরা। অভিযোগ অস্বীকার করে প্রতিষ্ঠান প্রধান দাবি করেন প্রতিষ্ঠানের ভাবমুর্তি নষ্ট করতে এসব বানোয়াট কথাবার্তা বলছেন কিছু অসাধু চক্র। তবে অভিযোগকারীদের দেয়া কিছু অকাট্য তথ্য প্রমানের ভিত্তিতে তারা বলছেন এযেনো “চোরের মা’য়ের বড় গলা’।
টিটিসি সূত্রে জানা যায়, ‘প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উদ্যোগে প্রতিষ্ঠিত কুষ্টিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। বর্তমানে ৬টি ট্রেডে বিভিন্ন মেয়াদ ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম চালু রয়েছে। বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন ও অভিবাসী কর্মীদের অধিকতর কল্যাণ ও নিরাপদ অভিবাসন নিশ্চিতকরনে দক্ষ জনবল সৃষ্টি করা। এলক্ষ্যে প্রতি বছর এই প্রতিষ্ঠানে কম্পিউটার অপারেশন নিয়মিত ও স্বনির্ভর, মোটর ড্রাইভিং, গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং, স্পোকেন ইংলিশ, কোরিয়ান ও জাপানি ভাষা, মিডলেভেল ম্যানেজমেন্ট, সুইং মেশিন অপারেটর, ইলেক্ট্রিক্যাল ইন্সষ্টলেশন এন্ড মেইন্ট্যানেন্স, মেশনারী হাউসকিপিং প্রি-ডিপার্সার ওরিয়েন্টেশনসহ প্রায় ২০টিরও অধিক বিষয়ে হাতে কলমে প্রশিক্ষনের মাধ্যমে তাদের যোগ্য কর্মযোদ্ধা করে তোলা। টিটিসির একটি বার্ষিক পরিসংখ্যান সূত্রে জানায় এ্যাসেট প্রকল্পের অধীন সম্পূর্ন বিনামূল্যে এসব বিষয় ভিত্তিক কোর্সে প্রতি বছর এখান থেকে ৪৪ হজার ১শ ৯৫জন প্রশিক্ষনার্থী প্রশিক্ষন গ্রহন করতে ভর্তি হয়ে থাকে।
কুষ্টিয়া মজমপুর জেলা স্কুলের সামনের এক বাসিন্দা সিনথিয়া আখতার টিটিসিতে ১৩ম ব্যাচে ড্রাইভিং কোর্সে ভর্তি হয়ে প্রশিক্ষন গ্রহন করেন। তিনি অভিযোগ করেন, ‘সীমাহিন অনিয়ম আর দূর্নীতির আখড়ায় পরিনত হয়েছে টিটিসি। সম্পূর্ন বিনামূল্যে ভর্তিসহ ৪মাসের কোর্স শেষে সাকুল্যে প্রায় প্রায় সাড়ে ১৩ হাজার টাকা আমাদের ষ্টাইপেন্ড দেয়া ছাড়াও সরকারী খরচেই বিআরটিএ থেকে ড্রাইভিং লাইসেন্স করে দেয়ার কথা অথচ এই সব খাত দেখিয়ে আমাদের কাছ থেকে প্রিন্সিপ্যাল সারের নির্দেশে টাকা আদায় করেছেন ভারপ্রাপ্ত ভাইস প্রিন্সিপ্যাল সোহেল রানা স্যার। এখান থেকে এসব অনিয়মন দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা বন্ধ না হলে প্রশিক্ষনার্থীদের দুর্ভোগ থেকেই যাবে।
নাম প্রকাশ না করার শর্তে প্রশিক্ষনার্থীদের কাছ থেকে টাকা উত্তোলনকারী একজন দালাল জানায়, ‘প্রতিবার ভর্তির সময় সেই ব্যাচে মোট যত জনকে ভর্তি নিবে তাদের মধ্যে দুই একজন বাদে সবাইকে নির্ধারিত দুই হাজার টাকা দিয়েই তাদের নাম তালিকায় আসার জন্য কনফার্ম করতে হয়। তবেই কেবল লটারিতে তাদের পাশ করা দিবে, সে যেকোন মূল্যেই হোক। এখন সিদ্ধান্ত আপনেকেই নিতি হবে, ওই প্রক্রিয়ায় পাশ করা নিবেন নাকি আপনারা নিজেরা নিজেরাই চেষ্টা করবেন সেটা আপনেরে বিষয়’।
কুষ্টিয়া টিটিসির আরএসি বিভাগের সিনিয়র ইন্সষ্ট্রাক্টর মু: ছাখাওয়াৎ উল্লাহ বিশ^াস বলেন, ‘বর্তমানে এখানে ৬টি ট্রেডে বিভিন্ন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে। শিক্ষার্থীরা এখান থেকে প্রশিক্ষন নিয়ে দেশ বিদেশে নানা সেক্টরে দক্ষ জনশক্তির যোগান দিচ্ছে। এই কাজটি কেবলমাত্র সম্ভব হয়ে উঠে নিয়ম শৃংখলার মধ্যদিয়ে এর কার্যক্রম পরিচালিত হলে।
অভিযোগ আছে, প্রতিষ্ঠান প্রধান অধ্যক্ষ মো: মিজানুর রহমান মাসের অধিকাংশ দিনই থাকেন ঢাকায়। মাঝে মধ্যে এসে একবারে স্বাক্ষর করেন খাতায়। এমন অভিযোগের সত্যতা যাচায়ে প্রতিবেদক সেখানকার সিসি ক্যামেরার এক সপ্তাহের ফুটেজে অধ্যক্ষের উপস্থিতির প্রমান দেখাতে অনুরোধ করলে সেটা দেখাতে ব্যর্থ হন (ভারপ্রাপ্ত ভাইস প্রিন্সিপ্যাল এর দায়িত্ব পালনকারী) সিনিয়র ইন্সট্রাক্টর (অটোমোটিভ) সোহেল রানা। তার বিরুদ্ধে উঠা অভিযোগকে নাকচ করে দিয়ে তিনি বলেন, ‘এখানে প্রশিক্ষনার্থী ভর্তি প্রক্রিয়াসহ যা কিছু হচ্ছে তা নিয়ম মেনেই হচ্ছে, নিয়মের বাইরে কোন অবৈধ কাজের সুযোগ নেই’।
অভিযোগ বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়া কারিগরি প্রশিক্ষন কেন্দ্রের অধ্যক্ষ মো: মিজানুর রহমান বলেন, ‘একটি চক্র উদ্দেশ্যমূলক ভাবে অসত্য বানোয়াট তথ্য ছড়িয়ে বিভ্রান্তির সৃষ্টি করছেন। নিয়ম বা বিধির বাইরে যাওয়ার সুযোগ নেই সরকারী প্রতিষ্ঠানে।
তবে অনিয়ম ও প্রশিক্ষনার্থীদের কাছ থেকে টাকা আদায়সহ সরকারী বরাদ্দকৃত ভাতার টাকা আত্মসাৎ সংক্রান্ত বিষয়ে একজন ভুক্তভোগীর সাথে কথোপকথন গোপনে ধারনকৃত ভিডিওতে অধ্যক্ষকে যা বলতে শোনা যায়- ‘তোমার এখানে লার্নার করতে এক হাজার টাকা লাগবে দিবা। এই টাকা সরকার দেবে, যখন তুমি মানি রিসিটটা দিয়ে দিবে, একটা সিস্টেম আছে না ? এরপর আবার তোমাকে যখন ড্রাইভিং লাইসেন্স করবা তখনও তোমাকে টাকা দেয়া লাগবে। তোমার কাছ থেকে টাকা দেয়া লাগতেছে কোথায়? এই টাকা তো সরকারই দিচ্ছে। এইটা তো সরকার নির্ধারণ করে দিয়েছে ২ হাজার টাকা দিতে হবে। এসব হিসেব করতে আসলে হবে ? (ধমক দিয়ে) এখানে দুই নাম্বারি করার কোন সুযোগ আছে ? টাকার হিসাব করলে হবে ? তোমারে যে সুযোগ দিয়েছি এমন সুযোগ আছে ? এখানে লটারি হয়েছে, সেখানে একজন দুইজন মেয়ে চান্স পেয়েছে, আমি মেয়েদেরকে এতো বেশি চান্স দিলাম কেনো ? আমার যা হয় হোক তোমাদের একটা সুযোগ দিয়েছি যাতে তোমাদের লস না হয়। এই ২ হাজার টাকা দিয়ে তোমরা ভর্তি হবা, এরপর তোমাদের উপরে আর চাপ দেবো না, লটারির নিয়মে ফেলিনি, তোমাদের তো আমি ভাগ্যের বাইরে আমি নিয়েছি। প্রয়োজনে আমি ডিসি স্যারের সাথে কথা বলবো, তোমাদের জন্য। রিস্ক তো আমি মাথায় নিয়েছি’। তোমরা কেনো এতো টাকার চিন্তা করো ? টাকা ইনকাম করবা না জীবনে’?
Leave a Reply