দৌলতপুরে পাখিভ্যান ও ষ্টিয়ারিংয়ের মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধা নিহত : আহত-৫
দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে ব্যাটারী চালিত পাখিভ্যান ও শ্যালোইঞ্জিন চালিত ষ্টিয়ারিংয়ের মুখোমুখি সংঘর্ষে বেগুনা খাতুন (৬৮) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অব¯’ায় তার মৃত্যু হয়। নিহত বৃদ্ধা উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের গরুড়া মিস্ত্রিপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের স্ত্রী। এ ঘটনায় পাখিভ্যানের চালক সহ আরও ৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ২টার দিকে প্রাগপুর পশ্চিমপাড়া ফুটবল মাঠের কাছে এ দূর্ঘটনা ঘটে।
পাখিভ্যানের যাত্রী আহত বৃদ্ধা ছানুয়ারা খাতুন জানান, ক্ষেতে মরিচ সংগ্রহের কাজ শেষে পাখিভ্যানে ৫জন শ্রমিক বাড়ি ফিরছিলেন। এসময় প্রাগপুর ফুটবল মাঠের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শ্যালোইঞ্জিন চালিত একটি দ্রুতগামী ষ্টিয়ারিংয়ের সাথে পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে পাখিভ্যানের চালক সহ ৬জন জন আহত হলে বেগুনা খাতুনকে আশংকাজনক অব¯’ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয। সেখানে চিকিৎসাধীন অব¯’ায় রাত ১০টার দিকে তার মৃত্যু হয়। দূর্ঘটনার বিষয়ে আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য মুক্তারুজ্জান মন্টু বলেন, মাঠে মরিচ তুলে পাখিভ্যানে বাড়ি ফেরার সময় ষ্টিয়ারিংয়ের ধাক্কায় ভ্যানের চালক সহ ৬জন আহত হয়। এরমধ্যে বেগুনা খাতুন নামে এক বৃদ্ধা রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অব¯’ায় মারা গেছে।
সড়ক দূর্ঘটনায় বৃদ্ধা নিহত হওয়ার বিষযে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আওয়াল কবীর বলেন, ঘটনাটি আমি শুনেছি। তার প্রতিবেশীরা এসেছিল আমার কাছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিহতের মরদেহ নিয়ে আস বিষয়টি প্রক্রিয়াধীর রয়েছে।
Leave a Reply