ওলি ইসলাম, ভেড়ামারা থেকে ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রাকের নীচে পড়ে সড়ক দুর্ঘটনায় মটরসাইকেল চালক এক যুবক নিহত হয়েছে। মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত অভি সরদার(২০) নামের মোটরসাইকেল চালক যুবকের বাড়ি পাবনা জেলার ঈশ্বরদীতে। গতকাল মঙ্গলবার (৫ ই নভেম্বর) বেলা ১২ দিকে লালনশাহ সেতুর পশ্চিমপাড়ের ভেড়ামারা অংশে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত অভি সরদার সুজন সরদারের ছেলে। তারা পাবনা জেলার ঈশ্বরদী থানার সাহাপুর ইউনিয়নের বাবুল চারা গ্রামের বাসিন্দা। ভেড়ামারা থানা সূত্রে জানা গেছে, নিহত অভি ঈশ্বরদী থেকে মোটরসাইকেল যোগে ভেড়ামারার দিকে আসছিলেন। লালনশার ব্রিজ পার হয়ে লালন শাহ সেতুর পশ্চিম পাড়ের (ভেড়ামারা অংশ) সামনে থাকা ট্রাককে সে ওভারটেক করতে চাইলে ট্রাক তার গতি স্লো করে। কিন্তু মোটরসাইকেলের গতি বেশি থাকায় তা নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে সে চলে যায়। ট্রাকের সাথে সংঘর্ষের পর সে ল্যাম্পপোস্টে ধাক্কা খায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় জনগণ তাকে হাসপাতালে নেয়। কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মিজানুর রহমান জানিয়েছেন,স্থানীয় জনগণ মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আঘাতপ্রাপ্ত অভিকে হাসপাতালে এনেছিল। হাসপাতালে আসার আগেই সে মারা গিয়েছিল।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ শেখ শহিদুল ইসলাম বলেছেন, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত অভির লাশ ভেড়ামারা থানায় আনা হয়েছে। পরিবার থেকে কোন রকমের অভিযোগ না থাকায় আমরা তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করার ব্যবস্থা নিচ্ছি।
Leave a Reply