1. nannunews7@gmail.com : admin :
April 24, 2025, 11:16 am
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান টেকসই প্রত্যাবাসন: ড. ইউনূস শ্রমিক অসন্তোষ দুরীকরণে সরকারী নির্দেশনা না মানায় ব্যাট শ্রমিকদের কর্ম বিরতি-মানববন্ধন কুষ্টিয়া যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পে ক্রয় বিধি লঙ্ঘনসহ প্রকল্প তহবিলের অর্থ আত্মসাত চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় অবৈধভাবে বালু উত্তোলন, হুমকির মুখে বেড়িবাঁধ মিরপুরে মাংস প্রক্রিয়াজাতকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত মিরপুরে বিভিন্ন উন্নয়নমুলক কাজ পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী অফিসার দৌলতপুরে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণ বাংলাদেশকে ১০০ মিলিয়ন ডলার বাজেট সহায়তা দিচ্ছে ওপেক ফান্ড ড. ইউনূসের বিরুদ্ধে দুদকের মামলা বাতিল স্বরাষ্ট্র উপদেষ্টা মিয়ানমার সীমান্তের ভিডিও সত্য নয়, আবার সবটা মিথ্যাও নয়

বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ, পবিত্র ও প্রোডাক্টিভ জায়গা হলো শ্রেণিকক্ষ

  • প্রকাশিত সময় Tuesday, November 5, 2024
  • 28 বার পড়া হয়েছে

ইবি প্রতিনিধি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে ভালো, গুরুত্বপূর্ণ এবং পবিত্র জায়গা হলো তোমার শ্রেণিকক্ষ। তোমার আর কোনো বিচরণক্ষেত্র আনন্দময় হতে পারে, কিন্তু এতো পবিত্র, এতো প্রোডাক্টিভ না। সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমার শ্রেণিকক্ষ। শ্রেণিকক্ষে কখনোই অনুপস্থিত থাকবে না।
ব্যবস্থাপনা বিভাগের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের নবীনবরণ এবং এমবিএ ২০২২ ব্যাচের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ গোলাম মহিউদ্দিনের সভাপতিত্বে টিএসসিসি অডিটরিয়ামে আজ মঙ্গলবার সকাল ১১টায় এ অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে তিনি নবীনদের উদ্দেশ্যে আরও বলেন, বিশ্ববিদ্যালয় জীবনের পাঁচ বছর তোমরা সময়ের সবচেয়ে ভালো ব্যবহার কর। তোমার সময়কে তোমরা নষ্ট করো না। সময় গেলে সাধন হবে না। এখানে যদি ভালোভাবে না পড?, ভবিষ্যৎ জীবনকে কিন্তু সুন্দর করতে পারবে না।
ভাইস চ্যান্সেলর বলেন, শিক্ষকদের সাথে থাকবে তোমাদের সবচেয়ে ভালো সম্পর্ক।তোমাদের সবচেয়ে বেশি যোগাযোগ হবে শিক্ষকদের সঙ্গে। তোমার শিক্ষক তোমাকে কখনই মিসগাইড করবে না। আমরা সব কিছুই করি আমাদের ছাত্রদের জন্য। ভালো নাগরিক হও, ভালো মানুষ হও, এই প্রত্যাশা রইল।
তিনি বলেন, আজ যারা বিশ্ববিদ্যালয় থেকে বিদায় নিচ্ছো এই বিশ্ববিদ্যালয় তোমাদের হৃদয়ে গ্রোথিত থাকবে। এই বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত জ্ঞান দিয়ে তোমরা জাতির কল্যাণের জন্য কাজ করবে। সৎ থাকবে, কঠোর পরিশ্রম করবে। সততা, সত্যবাদিতা সবসময় যেন তোমাদের মধ্যে থাকে। সৎ না থাকলে তোমরা এদেশের কল্যাণ করতে পারবে না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. শেলীনা নাসরীন, প্রফেসর ড. আব্দুল হান্নান শেখ, ব্যবস্থাপনা বিভাগের এলামনাই এসোসিয়েশন ফাউন্ডিং সেক্রেটারি আবু সায়েম খান।
স্বাগত বক্তব্য দেন সিনিয়র প্রফেসর ড. মোঃ আলীনূর রহমান। আরও বক্তব্য রাখেন নবীন শিক্ষার্থী মোঃ বায়েজিদ বোস্তামী, বিদায়ী এমবিএ ব্যাচের শিক্ষার্থী গোলাম রব্বানী, আবু সোহান ও স্বর্ণা সাহা।
অনুষ্ঠানে ফুল দিয়ে অতিথি ও নবীনদের বরণ করে নেয়া হয় এবং এমবিএ ২০২২ ব্যাচের শিক্ষার্থীদের ফেয়ারওয়েল ক্রেস্ট প্রদান করা হয়। সঞ্চালনায় ছিলেন মোঃ নাজমুল হোসেন ও জাকিয়া পারভিন অন্তু।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640