কাগজ প্রতিবেদক ॥ দেশের ১০ জেলা ও মহানগরে পূর্ণাঙ্গ ও আংশিক কমিটি ঘোষণা করেছে বিএনপি। গতকাল সোমবার (৪ নভেম্বর) দলের হাইকমান্ডের নির্দেশে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরে এসব কমিটি ঘোষণা করা হয়। কুষ্টিয়া জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে কুষ্টিয়া পৌর বিএনপির সাবেক সভাপতি কুতুব উদ্দিন আহমেদকে আহ্বায়ক ও কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৪ নভেম্বর) বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে ৩১ সদস্য বিশিষ্ট এ আহ্বায়ক কমিটির খবর জানানো হয়। এর আগে ২৫ সেপ্টেম্বর দুই সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।আজ বিকালে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। এ কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিঃ যুগ্ম আহবায়ক রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা,যুগ্ম আহবায়ক এ্যাড. তৌহিদুল ইসলাম আলম, যুগ্ম আহবায়ক শেখ সাদী, যুগ্ন আহবায়ক নুরুল ইসলাম আনসার প্রামানিক, সদস্য এড. গোলাম মোহাম্মদ, সদস্য মোহাম্মদ আলাউদ্দিন খান,সদস্য মো: বশিরুল আলম চাঁদ, সদস্য মুন্সি জেড.জি রশিদ রেজা বাচ্চু, সদস্য মো: আবু দাউদ, সদস্য শহীদ সরকার মঙ্গল, সদস্য সৈয়দ আমজাদ আলী, সদস্য মো: আব্দুল আজিজ মিলন, সদস্য আলহাজ্ব শওকত হাসান বুলবুল, সদস্য একে বিশ্বাস বাবু, সদস্য খন্দকার ওমর ফারুক কুদ্দুস, সদস্য জাহিদুল ইসলাম বিপ্লব, সদস্য মো: আব্দুর রশীদ, সদস্য ইসমাইল হোসেন মুরাদ,সদস্য এ্যাড খাদেমুল ইসলাম,সদস্য এ্যাড. শামীম উল হাসান অপু, সদস্য আল আমিন রানা কানাই, সদস্য শহীদুজ্জামান খোকন, সদস্য মহিউদ্দিন চৌধুরী মিলন,সদস্য আব্দুল মঈদ বাবুল, সদস্য কামাল উদ্দিন, সদস্য আব্দুল মাজেদ,সদস্য আব্দুল হাকিম মাসুদ, সদস্য আবু তালেব, সদস্য মো: শাজাহান আলী। এর আগে গত ১২ সেপ্টেম্বর জেলা বিএনপির কমিটি বাতিল করে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। তার আগে ২০১৯ সালের ৮মে সৈয়দ মেহেদী আহমেদ রুমিকে সভাপতি ও অধ্যক্ষ সোহরাব উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যবিশিষ্ট জেলা বিএনপি’র সবশেষ কমিটি ঘোষণা করা হয়। এসময় কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটি, ঢাকা মহানগর উত্তর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি, সিলেট মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটি, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটি, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি এবং শেরপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
ঢাকা মহানগর উত্তর বিএনপি: দলের গুরুত্বপূর্ণ ইউনিট ঢাকা মহানগর উত্তরে আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আমিনুল হককে আহ্বায়ক ও মোস্তফা জামানকে সদস্য সচিব করা হয়েছে। ৫ সদস্যের কমিটিতে যুগ্ম আহ্বায়করা হলেন- মোস্তাফিজুর রহমান সেতু, ফেরদৌসী আহমেদ মিষ্টি ও আব্দুর রাজ্জাক। চট্টগ্রাম মহানগর বিএনপি: চট্টগ্রাম মহানগরে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহ্বায়ক করা হয়েছে এরশাদ উল্লাহকে। আর সদস্য সচিব করা হয়েছে নাজিমুর রহমানকে। যুগ্ম আহ্বায়করা হলেন- মোহাম্মদ মিয়া ভোলা, এম এ আজিজ, আব্দুস সাত্তার, সৈয়দ আজম উদ্দিন প্রমুখ।
Leave a Reply