ওলি ইসলাম ॥ ভেড়ামারায় পৌর অঞ্চলের মধ্যে অবৈধভাবে অতিরিক্ত মালামাল ও বালুবহন করে চলাচলকারী ড্রাম ট্রাকের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। অভিযান পরিচালনা কালে দুটি ড্রামট্রাকের নিকট থেকে ৬০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এমন অভিযান চলমান থাকবে বলে কুষ্টিয়ার খবরকে জানিয়েছেন সহকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভুমি) আনোয়ার হোসাইন। গত ২ নভেম্বর শনিবার রাত পৌনে ১২টার দিকে ভেড়ামারা উপজেলা প্রশাসনের উদ্যোগে সহকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট(ভূমি) আনোয়ার হোসেন সহ সঙ্গীয় ফোর্স ভ্রাম্যমান আদালতের এই অভিযান পরিচালনা করেন। এসময় গাড়ির ফিটনেস পেপার, গাড়ির নাম্বার প্লেট ও চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকায় ২ টি ড্রাম ট্রাকের চালকের বিরুদ্ধে অভিযোগ আনা হয় এবং তাদের বিরুদ্ধে ৬ হাজার টাকা জরিমানা আদায় করে। ভেড়ামারা পৌরসভার প্রধান সড?কে অভিযান চালিয়ে বাংলাদেশ সড?ক পরিবহন আইন ২০১৮ এর আওতায় গাড়ির ফিটনেস পেপার না থাকায় সতর্কতামূলক ভাবে যশোরের নরেন্দ্রপুর এলাকার বাসিন্দা ড্রামট্রাক চালক বিপু(২৭) এর কাছ থেকে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। যার গাড়ী নম্বর-১১৫৭৭৫। অপর ড্রামট্রাক চালক ভেড়ামারার চাঁদগ্রাম অঞ্চলের বাসিন্দা সাইদুলকে(৪৫) গাড়ির নাম্বার প্লেট ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভেড়ামারা পৌর এলাকার বাসিন্দা মিজানুর রহমান বলেন, ড্রামট্রাক চলাচলের কারণে ভেড়ামারা পৌর এলাকার বিশেষ করে রাস্তার আশপাশের বাড়িঘর, দোকান-পাটের লোকজন অতিষ্ঠ হয়ে গেছে। ভেড়ামারা শহর যেন ধুলার শহরে পরিণত হয়েছে।ধুলাবালির কারণে বিভিন্ন রোগে শিশু থেকে বয়জেষ্ঠরা আক্রান্ত হচ্ছে। পৌরও দায?িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ একেবারেই উদাসীন। আমরা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি যাতে করে পৌর এলাকায় ড্রামট্রাকে চলাচল একেবারে নিষিদ্ধ করা হয়। সহকারি নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) আনোয়ার হোসাইন বলেন, পৌরসভার প্রধান সড়কে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর আওতায় গাড়ির ফিটনেস পেপার, গাড়ির নাম্বার প্লেট ও চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকায় ২ টি ড্রাম ট্রাকের চালকের বিরুদ্ধে অভিযোগ আনা হয় এবং তাদের বিরুদ্ধে ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। তিনি আরো বলেন, ড্রামট্রাক গুলো মূলত পৌরসভার রাস্তার মধ্য দিয়ে চলাচলের উপযোগী নয়। এগুলো সাধারণত হেভি রাস্তাতেই চলাচল উপযোগী। এই যান চলাচলের মাধ্যমে শুধু রাস্তারই ক্ষতি হচ্ছে এমন নয়, পৌর এলাকার পরিবেশেও মারাত্মক প্রভাব পড?ছে। পৌর এলাকায় ড্রামট্রাকের চলাচল অনুৎসাহিত করতে এরকম অভিযান আরো চলমান থাকবে।
Leave a Reply