কাগজ প্রতিবেদক ॥ বিশ^মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে কুষ্টিয়া মেডিকেল কলেজ সংলগ্ন মাঠে তবলিগ জামায়াত আয়োজিত তিনদিন ব্যাপী এজতেমা জামাতে পবিত্র জুম্মার নামাজ অনুষ্টিত হয়েছে। শুক্রবার সকাল থেকে কুষ্টিয়া শহর ও তার আশা পাশ এলাকা থেকে হাজার হাজার মানুষ জুম্মার নামাজে শরিক হতে জড়ো হতে থাকে। দুপুর ১টা ৩০ মিনিটে খুতবা ও বয়ান শেষে জুম্মার নামাজ শুরু হয়। নামাজে ইমামতি করেন খতিব মুফতি আব্দুল গফুর। নামাজ শেষে বিশ^ মুসলিম জাহানের ইতিহাস, ঐতিহ্য, শান্তি ও বাংলাদেশের উন্নয়ন, সমৃদ্ধি কামনা করে বয়ান করা হয়। উল্লেখ্য, বৃহস্পতিবার ফজরের নামাজের পর থেকে শুরু হওয়া তিনদিন ব্যাপী ইজতেমা জামাতের কাল শনিবার সকাল ১০ টায় আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে। ইজতেমায় ভারত, ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশ থেকে তবলিগ জামাতে সদস্যরা শরিক হয়েছিলেন।
Leave a Reply