1. nannunews7@gmail.com : admin :
November 8, 2025, 6:59 pm

সোনালী ব্যাংক পিএলসি কুমারখালী উপজেলা কমপ্লেক্স শাখায় বিদায় ও বরণ অনুষ্ঠান

  • প্রকাশিত সময় Thursday, October 31, 2024
  • 229 বার পড়া হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 512;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 38;

 

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি :
সোনালী ব্যাংক পিএলসি কুমারখালী উপজেলা কমপ্লেক্স শাখায় অনুষ্ঠিত হয়েছে বিদায় ও বরণ অনুষ্ঠান।
আজ বৃহস্পতিবার দুপুরে সোনালী ব্যাংক পিএলসি কুমারখালী উপজেলা কমপ্লেক্স শাখা কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সোনালী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিস কুষ্টিয়ার ডেপুটি জেনারেল ম্যানেজার মোহা: নাজমুল হক।
কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সোনালী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিস কুষ্টিয়ার এসিস্ট্যান্ট জেনারেলের ম্যানেজার মো: হাবিবুর রহমান, সহকারী কমিশনার (ভুমি) মো: আমিরুল আরাফাত।
বক্তব্য রাখেন, সোনালী ব্যাংক পিএলসি উপজেলা কমপ্লেক্স শাখার বিদায়ী ম্যানেজার (এসপিও) কৃষিবিদ মো: শাহীন উদ্দীন ও উপজেলা কমপ্লেক্স শাখার নতুন ম্যানেজার (এসপিও) মো: আসাদুজ্জামান।
আলোচনা সভা শেষে ক্রেষ্ট দিয়ে ম্যানেজার (এসপিও) মো: শাহীন উদ্দীন কে বিদায় ও নবাগত ম্যানেজার (এসপিও) মো: আসাদুজ্জামানকে ক্রেষ্ট দিয়ে বরণ করে নেওয়া হয়।
এর আগে বিদায়ী ম্যানেজার (এসপিও) মো: শাহীন উদ্দীন নবাগত ম্যানেজার মো: আসাদুজ্জামানকে দায়িত্ব হস্তান্তর করেন। শাহীন উদ্দীন সোনালী ব্যাংক পিএলসি কোর্ট বিল্ডিং শাখার ম্যানেজার হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

এ বিদায় ও বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সোনালী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিস কুষ্টিয়ার কর্মকর্তা, কুমারখালী উপজেলা কমপ্লেক্স শাখা ও বাজার শাখার কর্মকর্তা, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ ব্যাংকের গ্রাহকেরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640