1. nannunews7@gmail.com : admin :
November 10, 2025, 5:20 pm

রাষ্ট্রপতির বিষয়ে বিএনপির সঙ্গে একমত গণফোরাম, গণ অধিকার পরিষদ ও এনডিএম

  • প্রকাশিত সময় Wednesday, October 30, 2024
  • 223 বার পড়া হয়েছে

একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন, সেটি করে দ্রুত নির্বাচনের দিকে যাওয়ার বিষয়ে বিএনপির সঙ্গে একমত হয়েছে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলো। এ ছাড়া রাষ্ট্রপতিকে অপসারণ বা পদত্যাগে বাধ্য করে সাংবিধানিক জটিলতা তৈরি না করার বিষয়েও দলগুলো ঐকমত্যে পৌঁছেছে।
আজ বুধবার বিকেলে ও সন্ধ্যায় কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির নেতাদের বৈঠকে এ বিষয়ে আলোচনার পর তারা নীতিগতভাবে একমত হয় বলে জানা গেছে। গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে প্রথমে গণফোরাম, এরপর গণ অধিকার পরিষদ ও ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট (এনডিএম) নেতাদের সঙ্গে বৈঠক হয়। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ ও ভাইস চেয়ারম্যান বরকতউল্লা উপস্থিত ছিলেন।
গণফোরামের সঙ্গে বৈঠকে দলটির চেয়ারম্যান মোস্তফা মোহসীন মন্টু, কো-চেয়ারম্যান সুব্রত চৌধুরী ও এস এম আলতাফ হোসেন, সদস্যসচিব মিজানুর রহমান, সমন্বয় কমিটির সদস্য জগলুল হায়দার আফ্রিক, মহিউদ্দিন আবদুল কাদের, আবদুল হাসিব চৌধুরী, মোশতাক আহমেদ, সুরাইয়া বেগম ও শাহ নুরুজ্জামান উপস্থিত ছিলেন।
গণ অধিকার পরিষদের একাংশের সঙ্গে বৈঠকে দলটির আহ্বায়ক মিয়া মসিউজ্জামান, সদস্যসচিব ফারুক হাসান, উচ্চতর পরিষদ সদস্য জিসান মহসীন, এস ফাহিম, সাদ্দাম হোসেন, যুগ্ম সদস্যসচিব তারেক রহমান, সদস্য ইমামউদ্দিন উপস্থিত ছিলেন।
পরে সন্ধ্যায় এনডিএমের সঙ্গে বৈঠক হয়। এতে এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ, মহাসচিব মোমিনুল আমিন, উচ্চ পরিষদ সদস্য হুমায়ন পারভেজ, ভাইস চেয়ারম্যান ফারুক-উজ-জামান চৌধুরী, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব সৈয়দ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক শাহেদুল আজম, দপ্তর সম্পাদক জাবেদুর রহমান উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640