1. nannunews7@gmail.com : admin :
November 8, 2025, 6:59 pm

কুমারখালীতে পদ্মায় নিখোঁজ এএসআই মুকুলের মরদেহ পাবনা থেকে উদ্ধার

  • প্রকাশিত সময় Wednesday, October 30, 2024
  • 54 বার পড়া হয়েছে

শিলাইদহ-কয়া ইউনিয়নের চিহ্নিত জলদস্যু ইয়ারুলের নেতৃত্বে হামালায় নিহত
কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় পদ্মা নদীতে শিলাইদহ ইউনিয়ন ও কয়া ইউনিয়নের চিহ্নিত জলদস্যু ইয়ারুল বাহিনীর হাতে নিহত এএসআই মুকুল হোসেনের (৪০) মরদেহ থেকে পাবনা নাজিরপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকাল ৭ টার দিকে পাবনার সুজানগর থানার নাজিরপুর এলাকায় পদ্মা নদীতে মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। নৌ পুলিশের একটি দল এএসআই মুকুলের মরদেহ উদ্ধার করেন। সুজানগর থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো. গোলাম মোস্তফা বলেন, নাজিরপুর এলাকায় নদীতে ভাসমান লাশ দেখতে পান স্থানীয়রা। উদ্ধারের পর লাশটি এএসআই মুকুলের বলে নিশ্চিত হন তাঁরা। কুমারখালী থানা পুলিশকেও খবর দেওয়া হয়েছে। নদীর ঘটনা হওয়ায় নৌ পুলিশ কাজ করছে। এদিকে, মঙ্গলবার বিকেল তিনটার দিকে আরেক এএসআই সদরুল হাসানের (৪০) মরদেহ উদ্ধার করা হয়। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ খেয়াঘাট এলাকা থেকে ভাসমান মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
এরআগে অবৈধ ভাবে মৎস্য শিকারী শিলাইদহ ও কয়া ইউনিয়নের চিহ্নিত জলদস্যু ইয়ারুল বাহিনীর হাতে নিহত হয় এএসআই সদরুল ও এএসআই মুকুল হোসেন। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন উপ উপরিদর্শক নজরুল ইসলাম সহ দুই ইউপি সদস্য। নিহত এএসআই সদরুল হাসান পাবনার আতাইকুলা থানার কাজিপুর গ্রামের আব্দুল ওহাবের বড় ছেলে। আর এএসআই মুকুল হোসেন (৪০) মেহেরপুরের কালাচাঁদপুর গ্রামের মৃত আব্দুল লতিফ বিশ্বাসের ছেলে। তারা কুমারখালী থানায় কর্মরত ছিলেন।
আহতরা হলেন, কুমারখালী থানার উপপরিদর্শক নজরুল ইসলাম, কয়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর সদস্য ছানোয়ার হোসেন ছলিম ও ৬ নম্বর সদস্য আনোয়ার হোসেন টিটন। কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার ফিরোজ আহমেদ বলেন, ঘটনাস্থল থেকে প্রায় ৪০/৪৫ কিলোমিটার দুরে পাবনার সুজানগরের নাজিরপুর এলাকায় এএসআই মুকুলের মরদেহটি পাওয়া গেছে এবং মঙ্গলবার ঘটনাস্থল থেকে আনুমানিক প্রায় দুই কিলোমিটার দুর থেকে ভাসমান অবস্থায় নিখোঁজ পুলিশ সদরুলের মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ব্যক্তিরা উদ্ধার হওয়ায় তাদের অভিযান স্থগিত করা হয়েছে। কুমারখালী থানার দুই এএসআই জলদস্যুদের হাতে নিহত হওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে বলে থানার একটি সূত্রে জানাগেছে। অপরদিকে একটি সুত্র জানিয়েছে, দীর্ঘদিন থেকে কুমারখালী শিলাইদহ, কয়া ইউনিয়নে পদ্মা নদীতে জলদস্যু ইয়ারুল গংরা চলন্ত নৌকা ও ট্রলার থেকে ডাকাতি করে আসছিল। সুত্রটি জানায়, স্থানীয় কয়েক প্রভাবশালী নেতার ছত্রছায়ায় ওই জলদস্যু ইয়ারুল বাহিনী পদ্মায় অবৈধ ভাবে ইলিশ মাছ ধরা, ডাকাতিসহ নানা অপকর্ম করে আসছিল। এর প্রেক্ষিতে সোমবার ভোরে কুমারখালী থানার এস আই নজরুল ইসলামের নেতৃত্বে ৬ জনের একটি টিম শিলাইদহ ঘাট বেলগাছী থেকে একটি ট্রলার যোগে পদ্মায় অভিযানে যায় পথিমধ্যে জলদস্যু ইয়ারুলের সাথে তাদের বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে জলদস্যুরা তার্দে উপর নৌকায় উঠে অতর্কিত হামলা চালায় এবং হামলায় এএসআই সদরুল, এ এস আই মুকুল হোসেনকে নদীতে ফেলে দেয়। এ সময় বাকিদের আঘাত করে পালিয়ে যায় তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640