দীর্ঘ ২২ ঘন্টা অনুসন্ধানের পর
কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার কুমারখালীর পদ্মা নদীতে নিখোঁজ হওয়ার ৩৬ ঘন্টা পর সদরুল হাসান (৪০) নামের এক এএনআই’র মরদেহ উদ্ধার করা হয়েছে । গতকাল মঙ্গলবার দুপুরে শিলাইদহ খেয়া ঘাটের প্রায় তিন কিলোমিটার দূর থেকে উদ্ধার করা হয়। গত সোমবার ভোর রাতে উপজেলার শিলাইদহ ইউনিয়নের স্রীখোল এলাকা থেকে অজ্ঞাত দুর্বৃত্তদের হামলায় কুমারখালী থানার দুই এএসআই সদরুল ও মুকুল নিখোঁজ হন। এ ঘটনায় নজরুল ইসলাম নামের আরেকজন এসআই সহ স্থানীয় দুইজন ইউপি সদস্য আহত হন। নিখোঁজ পুলিশ সদস্যদের উদ্ধারের সোমবার থেকেই খুলনা থেকে আসা ডুবুরিদল সহ পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীদের উদ্ধার তৎপরতা অব্যাহত চালানো হচ্ছে।
মঙ্গলবার দুপুরে উদ্ধারের পর সন্ধ্যায় এএসআই সদরুলের মরদেহ এ্যাম্বুলেন্সে করে কুষ্টিয়ায় নিয়ে যায় পুলিশ। জানাগেছে, নিখোঁজ এএসআই মুকুলের মরদেহ উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে।
পদ্মা নদীতে নৌকায় দুর্বৃত্তদের হামলায় নিখোঁজ হওয়া দুইজন এএসআই সদরুল হাসান (৪০) ও মুকুল হোসেন (৪০) কুমারখালী থানায় কর্মরত ছিলেন। পুলিশের ভাষ্য,, গ্রেফতারি পরোয়ানা তামিল করতে চরসাদীপুর ইউনিয়নে যাওয়ার সময় অজ্ঞাত দুর্বৃত্তরা পুলিশের উপর হামলা করে। তবে এ ঘটনায় স্থানীয় জেলেরা ইলিশ সংগ্রহ সংক্রান্ত ঘটনা নিয়ে পুলিশের উপর হামলা হয়েছে।
নিখোঁজ পুলিশ সদস্যদের মরদেহ উদ্ধার অভিযান চলাকালে কুমারখালী থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলামসহ পুলিশ ও ফায়ারসার্ভিসের কুমারখালী ষ্টেশন ইনচার্জ ফিরোজ আহমেদসহ পরিবারের লোকজন উপস্থিত ছিলেন। নিহত সহকারী উপপরিদর্শক সদরুল হাসান পাবনার আতাইকুলা থানার কাজিপুর গ্রামের আব্দুল ওহাবের বড় ছেলে। আর নিখোঁজ সহকারী উপরিদর্শক মুকুল হোসেন (৪০) তিনি মেহেরপুরের কালাচাঁদপুর গ্রামের মৃত আব্দুল লতিফ বিশ্বাসের ছেলে।
Leave a Reply