1. nannunews7@gmail.com : admin :
November 10, 2025, 7:13 pm

কুমারখালীতে পদ্মা নদীতে পুলিশের ওপর হামলা, দুই এএসআই নিখোঁজ, আহত ৩

  • প্রকাশিত সময় Monday, October 28, 2024
  • 58 বার পড়া হয়েছে

অভিযানের খবর জানেনা মৎস্য কর্মকর্তা, ছিল না নির্বাহী ম্যাজিষ্ট্রেট
ইয়ারুলের নেতৃত্বে জেলে বাহিনী হামলা চালায়
কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার কুমারখালীতে পদ্মা নদীতে পুলিশের ওপর হামলা চালিয়েছে দুষ্কৃতকারীরা। এ ঘটনায় নৌকা থেকে নদীর পানিতে পড়ে পুলিশের দুই এএসআই নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
এ ঘটনার আহত হয়েছেন পুলিশের এক সদস্য ও তাদের সঙ্গে থাকা দুই ইউপি সদস্য। রোববার (২৭ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার শিলাইদহ ইউনিয়নের শিলাইদহ ঘাট পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বলছেন রাতে তাদের কোনো অভিযান ছিল না। আর স্থানীয় লোকজন জানিয়েছেন, জেলেদের কাছে অনৈতিক সুবিধা দাবি করায় হামলা চালিয়েছেন তারা। স্থানীয় লোকজন ও জেলেরা জানান, কুমারখালীর বেড় কালোয়া এলাকায় পদ্মা নদীতে অবৈধভাবে জাল ফেলে মাছ নিধন করছিলেন জেলেরা। জেলেদের কাছে অনৈতিক সুবিধা বা মাছ চাওয়ায় এ হামলার শিকার হন পুলিশ সদস্যরা। এ সময় তাদের হামলায় আহত হন এক পুলিশ সদস্য এবং দুই ইউপি সদস্য। নিখোঁজ রয়েছেন দুই পুলিশ কর্মকর্তা। ওই এলাকায় জেলেদের প্রধান ইয়ারুলের নেতৃত্বে পদ্মায় একটি বাহিনীও আছে। তবে কুমারখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, মাছ লুটের খবর আমাদের জানা নেই। রোববার দিবাগত রাতে মামলার ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারের জন্য পদ্মার ওপারে চর সাদীপুর এলাকায় ছয়জন পুলিশের একটি টিম অভিযানে যাচ্ছিল। এ সময় পদ্মা নদীতে তাদের নৌকা ডুবিয়ে দেয় কতিপয় দুষ্কৃতকারীরা। চার পুলিশ সদস্য নদী থেকে উঠে আসতে পারলেও দুইজন এখনো নিখোঁজ রয়েছেন। এ ছাড়া তাদের হামলায় একজন পুলিশ সদস্য আহত হয়েছেন। নিখোঁজ দুই পুলিশ কর্মকর্তা হলেন—কুমারখালী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সদরুল আলম ও মুকুল হোসেন। তাদের উদ্ধারে অভিযান চলছে। আহতরা হলেন—একজন পুলিশ সদস্য, কয়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ড সদস্য ছানোয়ার হোসেন ও ৬ নম্বর ওয়ার্ড সদস্য আনোয়ার হোসেন। স্থানীয় বাসিন্দারা জানান, ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিতে গত ১৩ অক্টোবর থেকে আগামী ৩ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী ইলিশ শিকার, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুদ ও বিনিময় নিষিদ্ধ করা হয়েছে। নিষেধাজ্ঞা চললেও পদ্মা নদীতে অবৈধভাবে ইলিশ শিকার করছেন জেলেরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক জেলে অভিযোগ করে বলেন, তার নৌকা থেকে পাঁচ কেজি ইলিশ নিয়ে নেয় ইউপি সদস্য ও পুলিশ কর্মকর্তারা। আগের রাতেও তার নৌকা থেকে আট কেজি ইলিশ নিয়ে যান ওই পুলিশ সদস্যরা। পরপর দুই রাত এমন ঘটনায় ক্ষুব্ধ হন জেলেরা। সোমবার ভোররাতে কয়েকটি নৌকা থেকে ১৫-২০ জন তাদের ওপর হামলা চালায়। এ সময় পুলিশের নৌকা ডুবে এএসআই সদরুল ও এএসআই মুকুল নিখোঁজ হন। আহত হন ইউপি সদস্য মো. সেলিম ও আনোয়ার হোসেন টিটন এবং এক পুলিশ সদস্য। তারা সাঁতরে নদী তীরে আসতে সক্ষম হন। গত ১৩ অক্টোবর নিষেধাজ্ঞা শুরুর পর স্থানীয় ইয়ারুলের নেতৃত্বে প্রতিরাতেই বিপুল পরিমাণ ইলিশ ধরছেন জেলেরা। তুলনামূলক কম মূল্যে গোপনে এসব মাছ বিক্রি করা হয় বলে জানা গেছে। এ ঘটনায় কুমারখালীর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমাদুল হাসান বলেন, রাতে মৎস্য অভিযান ছিল না। পদ্মায় পুলিশ কেন গেছে তা জানি না। কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান বলেন, ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়েছিলেন ওই পুলিশ সদস্যরা। কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে তদন্ত করা হচ্ছে। ইলিশ মাছ লুটের অভিযোগের প্রসঙ্গে তিনি বলেন, এমন খবর তাদের জানা নেই। অভিযোগের তদন্ত হবে। নিখোঁজ দুই পুলিশ কর্মকর্তার সন্ধানে অভিযান চলছে। এখানে উল্লেখ্য, যে যে কোন অভিযানে গেলে সংশ্লিষ্ট দপ্তরের দপ্তর প্রধান ও একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট থাকার বিধান থাকলেও এখানে তার ব্যর্তয় ঘটেছে। গতকাল বিকেলে সরজমিনে শিলাইদহ ঘাট এলাকায় গেলে দেখা যায়, তখন প্রায় সন্ধা ঘনিয়ে এসেছে। অসংখ্য মানুষ নদীর পাড়ে অপেক্ষায় আছে কখন নিখোঁজ ওই এএসআই’র সন্ধান পাওয়া যায়। খুলনা থেকে ফায়ার সার্ভিসের নেতৃত্বে ৭ সদস্যের একটি ডুবুরী দল এসেছে তাদের সরঞ্জামাদি নিয়ে তখন প্রস্তুুতি নিচ্ছিল। বিকেল ৫টা ১০ মিনিটের দিকে একটি ট্রলার যৌগে জেলা পুলিশ, নৌপুলিশ, ফায়ার সার্ভিসের একটি টিম উত্তার পদ্মার বুকে যায় নিখোঁজ ওই দুই এএসআই’র সন্ধানে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের কোন সন্ধান পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640