শহর প্রতিনিধি ॥ কুষ্টিয়া পৌরসভার প্রকল্প কাজ শুরু হওয়ার পর কোন এক অজ্ঞাত কারণে পুর্ব মজমপুর সকাল-সন্ধা গলীতে রাস্তা ও ড্রেনেজ কাজ বন্ধ রাখে পৌর কর্তৃপক্ষ। এতে দীর্ঘ ৫ বছর বৃষ্টিতে জলাবদ্ধতা, ড্রেনেজ ব্যবস্থা বেহাল হওয়ার দরুন স্বাভাবিক জীবন-যাপন অচল হয়ে পড়ে। একটু বৃষ্টি হলেই রাস্তায় হাটু জল, ঘরের মধ্যে পানি, মশা,মাছিসহ নানা পোকামাকড়ের উপদ্রুপে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠে। বার বার তাগিদ দেয়া সত্বেও তৎকালীন পৌরসভার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম তাঁর দাম্ভিকতা দেখিয়ে এলাকাবাসীকে উপেক্ষা করেছে। এর পর এলাকার বিশিষ্ট সমাজ সেবক ও কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক, শহরের এম আর হার্ডওয়্যারের মালিক আলহাজ¦ মজিবর রহমান তার জামাতার সহযোগীতায় কোভিড প্রকল্পের সহায়তায় কুষ্টিয়া পৌরসভার সার্বিক ব্যবস্থাপনায় পুনরায় পুর্ব মজমপুর ড্রেন ও রাস্তার কাজের উদ্যোগ গ্রহন করা হয়। এর প্রেক্ষিতে গতকাল বুধবার বেলা সাড়ে ১২ টায় পৌরসভার বর্তমান প্রশাসক মোছাঃ শারমিন আখতারের নির্দেশে সকল-সন্ধা গলীতে রাস্তা ও ড্রেনের কাজের উদ্ধোধন করা হয়। এ সময় কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক আলহাজ¦ মজিবর রহমান, পৌর সংরক্ষিত এলাকার কাউন্সিলর বন্নি, পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গির হোসেন, জামান আখতার, রবিউল ইসলাম জুয়েল, নুহসহ এলাকাবাসী। এ ব্যাপারে আলহাজ¦ মজিবর রহমান বলেন, আমার দীর্ঘদিন ধরে বৃষ্টির পানিতে সীমাহিন দুর্ভোগে ছিলাম। সাবেক পৌর মেয়র আনোয়ার আলী ও বর্তমান প্রশাসক মোছাঃ শারমিন আখতারের কাছে আমরা এলাকাবাসী কৃতজ্ঞ। তিনি আরও জানান, মান সম্মত কাজে আমাদের এলাকার দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে এ প্রত্যাশা করি।
Leave a Reply