1. nannunews7@gmail.com : admin :
November 8, 2025, 7:01 pm

কুমারখালীতে পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসী হামলা

  • প্রকাশিত সময় Tuesday, October 22, 2024
  • 62 বার পড়া হয়েছে

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসী হামলা চালিয়ে ১ জনকে আহত করেছে। গত সোমবার (২১ অক্টোবর) বেলা ১২টার দিকে উপজেলার সদকী ইউনিয়নের নন্দীগ্রাম মৎস্য হ্যাচারির পাশে এ হামলার ঘটনা ঘটে। হামলার শিকার আবু বক্কার রানা (৪৪) আহত অবস্থায় উদ্ধার করে এলাকাবাসী কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তিনি উপজেলার সদকী ইউনিয়নের দরবেশপুর গ্রামের আবুল কাশেম মজনুর পুত্র। আহত ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পূর্ব শত্রুতার জের ধরে নন্দীগ্রামের করিম সরদার নেতৃত্বে ওয়াদ আলী, জহুরুল ইসলাম, জাহানা খাতুন সহ ৩/৪ জন দেশীয় অস্ত্রশস্ত্রসহ এ হামলা চালিয়েছে। এ বিষয়ে আবু বক্কার রানা বাদী হয়ে কুমারখালী থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, আসামীদের সহিত দীর্ঘদিন যাবত বাদীর বিভিন্ন বিষয়ে শত্রুতা চলিয়া আসিতেছে। কুমারখালী থানাধীন সদকী ইউনিয়নস্থ নন্দীগ্রামে আসামীদের বাড়ী সংলগ্নে বাদীর মৎস্য খামার আছে। গত ২১/১০/২০২৪ ইং তারিখ বেলা অনুমান ১২.০০ ঘটিকার সময় বাদী উক্ত খামারের মাছের খাবার ক্রয় করিতে মোটর সাইকেল যোগে কুমারখালী বাজারে আসার পথে আসামীদের বাড়ীর সম্মুখে রাস্তার উপর আসা মাত্র আসামীগণ পূর্ব শত্রুতার জের ধরিয়া দেশীয় অস্ত্র দিয়া ১নং আসামী অন্যান্য আসামীদের হুকুম দিয়া বলে শালাকে মারিয়া জানে শেষ করিয়া ফেল। হুকুম পাওয়া মাত্র ২নং আসামী তাহার হাতে থাকা হাতুড়ী দিয়া হত্যার উদ্দেশ্যে আমার মাথায় কয়েকটি আঘাত করিয়া রক্তজমা বেদনাদায়ক জখম করে। ১নং আসামী তাহার হাতে থাকা লোহার রড দিয়া আমার পিঠে কয়েকটি আঘাত করিয়া রক্তাক্ত জখম করে। ৩নং আসামী তাহার হাতে থাকা কাঠের বাটাম দিয়া আমার বুকে, পিঠে ও শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়ী আঘাত করিয়া রক্তজমা নীলা ফোলা জখম করে। ২নং আসামী বাদীর কাছে ব্যাগে থাকা মাছের খাবার ক্রয়ের নগদ ২,৪৫,০০০/= (দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার) টাকা নিয়া নেয়। ১নং আসামী বাদীর গলায় থাকা একটি স্বণের চেইন নিয়া নেয়। বাদীর চিৎকারে আশে-পাশের মোঃ হিরন, মোঃ আমিরুল ইসলাম, মোছাঃ রেনুকা খাতুন সহ অনেকে ঘটনাস্থলে ছুটিয়া আসিলে আসামীগণ বাদীকে খুন, জখমের হুমকী, ভয়ভীতি প্রদর্শন করিয়া ঘটনাস্থল ত্যাগ করে। স্হানীয় জনসাধারণ বাদীকে আহত অবস্থায় উদ্ধার করিয়া পথ চলতি ভ্যান যোগে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনিয়া চিকিৎসার জন্য ভর্তি করে। অভিযোগের বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করার চেষ্টা করিলে, তাদের সন্ধান পাওয়া যায়নি।
কুমারখালী থানার সাব ইন্সপেক্টর আশরাফুল ইসলাম বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি, তদন্ত শেষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640