1. nannunews7@gmail.com : admin :
October 22, 2024, 7:25 am

মূল আসামিরা এখনও ধরাছোঁয়ার বাইরে,অভিযোগ পরিবারের

  • প্রকাশিত সময় Sunday, October 20, 2024
  • 2 বার পড়া হয়েছে

ফিলিপনগর ইউপি চেয়ারম্যান নইম উদ্দীন সেন্টু হত্যা মামলায়
কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার দৌলতপুর তিন নম্বর ফিলিপনগর ইউনিয়নের জননন্দিত ও পরপর ৩ বারের চেয়ারম্যান নঈম উদ্দীন সেন্টুকে আধিপত্য বিস্তার,সন্ত্রাসী কর্মকান্ডে নিষেধ করা,শূন্যপদ তৈরি করে চেয়ারম্যান হওয়ার স্বপ্ন দেখা এবং সন্ত্রাসীদের প্রভাব বিস্তারের জন্য পূর্ব শত্রুতার জেরে ইউনিয়ন পরিষদের(ইউপি) চেয়ারম্যানকে গত ৩০ সেপ্টেম্বর সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ফিলিপনগর ইউনিয়ন পরিষদের এই চেয়ারম্যানকে তার নিজ অফিস কক্ষে গুলি করে হত্যা করে সন্ত্রাসী একটি দল।এরই মধ্যে সেন্টু চেয়ারম্যান হত্যা মামলার প্রধান আসামি সন্ত্রাসী তরিকুল ইসলাম টুকুকে দীর্ঘ নজরদারির পর গত(১৪-অক্টোবর) সোমবার রাতে র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইলিয়াস খান পাভেলের নেতৃত্বে পাবনা সদর উপজেলার গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে অভিযানিক দল।স্থানীয় ও পারিবারিক সূত্রে তথ্য মিলে দৌলতপুরের এক প্রভাবশালী রাজনৈতিক পরিবারের ছত্রছায়ায় তরিকুল ইসলাম টুকু মামা-ভাগিনার পরিচয়ে চলাফেরা করতো। আর এই প্রভাবশালী রাজনৈতিক নেতার পরিবারের দুইজন নেতার সাহসেই তরিকুল ইসলাম টুকু দীর্ঘদিন যাবত শান্ত ফিলিপনগরকে অশান্ত,চাঁদাবাজি সহ নানান অপকর্মে লিপ্ত ছিলেন টুকু গ্যাংদের সদস্যরা।স্থানীয় সূত্রে আরও জানা যায়,টুকু গ্যাংরা পলাতক রয়েছেন কিন্তুু যেকোনো সময় ফিলপনগর ইউনিয়নে আবারো দুর্ঘটনা ঘটাতে পারে বলে নানান ভাবে গুঞ্জন চলছে।এদিকে সেন্টু চেয়ারম্যান হত্যা মামলার প্রধান আসামী টুকুকে দৌলতপুর থানা পুলিশ জেল হাজতে পাঠানোরপর শারীরিকভাবে টুকুর স্বাস্থ্যের অবনতি হলর,সে কারণে কুষ্টিয়া জেলা কারাগারের জেল সুপার উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে আলোচনাকরে পুলিশ হেফাজতের মাধ্যমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়,পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে টুকু পৌঁছানোর পর টুকুর শারীরিক অবস্থা গুরুতর হলে,খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার আগারগাঁওয়ে জাতীয় কিডনি ফাউন্ডেশন হাসপাতালে রেফারর্ড করেন।চিকিৎসাধীন অবস্থায় টুকু তার সেই মামা-ভাগিনা সম্পর্কের মামা ও শিপন মোল্লাকে মোবাইলফোনে কথা বলার জন্য কল করে কথা বলেন।যাহা আইন বহির্ভূত।এদিকে টুকুর বিষয়ে,টুকুর বর্তমান বাড়ী পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার স্কুলপাড়া পশ্চিম(স্কুলপাড়া চারা বটতৈলা)এলাকাতে খোঁজ নিয়ে তথ্য পাওয়া যায়,টুকু দীর্ঘদিন ধরে অগ্র ও গোলাবারুদের ব্যাবসা করে।তবে গত ৩১/০৩/২০২১ ইং তারিখে টুকু আনোয়ারা বেগম(৬৫) নামের এক বয়স্ক মহিলাকে জবাই করে হত্যা করেছে।সেই বয়স্ক মহিলার ছেলে গত ০২/০৪/২০২১ ইং তারিখে ঈশ্বরদী থানাতে একটি হত্যা মামলা দায়ের করেন,পরে মামলাটি সুষ্ঠ তদন্তের জন্য বাদীদের পক্ষ হতে আবেদনের ফলে পাবনা আদালত থেকে পাবনা জেলা পুলিশের পিবিআইকে তদন্তের দায়িত্ব প্রদানের আদেশ দেই।যাহার মামলা নং-০৩,তারিখ ০২/০৪/২০২১।এদিকে টুকু গ্যাংদের এজাহারভুক্ত নাম উল্লেখিত আসামী সুইসাইড স্কোয়াড হিসেবে দীর্ঘদিন ধরে তৈরি করেছেন টুকু।টুকু গ্রেফতার হলেও টুকুর সেই সুইসাইড স্কোয়াডের এজাহারভুক্ত আসামি একটিয়ো গ্রেফতার হয়নি,তাই এ নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে সেন্টু চেয়ারম্যান হত্যা মামলা বাদীর পরিবার ও স্থানীয় সু-শীল সমাজের ব্যাক্তিবর্গ। এ বিষয়ে কুষ্টিয়া জেলা পুলিশ সুপারের কাছ থেকে জানতে চাওয়া হলে তিনি বলেন,আমাদের পুলিশবাহিনী কুষ্টিয়া জেলার দক্ষ দক্ষ অফিসারগন কাজ চলমান রেখেছেন,অভিযান অব্যাহত রয়েছে,তবে হত্যাকারীরা যে-ই-হোক,কোনো হত্যাকরাীদের ছাড় দেওয়া হবেনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640