একটি বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক সমাজ গঠনে লালন আমাদের পাথেয়
কাগজ প্রতিবেদক ॥ মরমী কবি বাউল সম্রাট ফকির লালন শাহের তিন দিনব্যাপী মৃত্যুবার্ষিকী অনুষ্ঠান বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বানের মধ্য দিয়ে গতকাল তিনদিন ব্যাপী উৎসবের সমাপনি হয়েছে। গতকার সন্ধায় লালন মঞ্চে লালন একাডেমীর ভারপ্রাপ্ত সভাপতি ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোছাঃ শারমিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফ। তিনদিনের আলোচনা সভায় বক্তারা বলেছেন “আমরা লালনের দর্শনের অসাম্প্রদায়িক মানবতাবাদী দিকটিকে দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে পারলে তা একটি বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক সমাজ গঠনে দারুণভাবে কাজে লাগতে পারে,” বক্তারা বলেছেন। একাধারে কবি, গায়ক, সমাজ সংস্কারক মহামতি লালন শাহের ১৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োাজিত এ তিনদিনের অনুষ্ঠানটি কুষ্টিয়ার ছেঁউড়িয়ায়া লালন আখড়ায় অনুষ্ঠিত হয়। অনুস্ঠানের উদ্ধোধন হয় ১৭ অক্টোবর। চলে ১৯ অক্টোবর পর্যন্ত। লালন একাডেমি সংস্কৃতি মন্ত্রণালয় এবং কুষ্টিয়া জেলা প্রশাসনের সহায়তায় অনুষ্ঠানটি আয়োাজন করেন। অনুষ্ঠানে লালনের দর্শন নিয়ে আলোচনা সভা, বাউলদের গান পরিবেশনা এবং একটি গ্রামীণ মেলা ‘লালন মেলা’ অন্তর্ভুক্ত ছিল। অর্র্ন্তবতীকালীন সরকারের মৎস্য ও প্রাণি সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার অনুষ্ঠানটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকিব মোহাম্মদ নাসরুল্লাহ, কবি ও গবেষক ফারহাদ মজহার এবং খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফ। বক্তারা জোর দিয়ে বলেন, একশত বছরেরও বেশি সময় আগে লালন সাঁই যে আদর্শ ও দর্শন প্রতিষ্ঠা করেছিলেন, তা এখনও বিশ্বের চিন্তাবি ও বুদ্ধিজীবীদের অনুপ্রাণিত করে চলেছে। তাঁরা বলেন, “লালনের দর্শন সঙ্গীতভিত্তিক শাশ্বত দর্শন। লালন সাঁই বিশ্বজুড়ে সুফি দর্শনের সঙ্গে গভীরভাবে সংযুক্ত। এই দর্শনের মূল বিষয় হল, জাতি, ধর্ম বা বর্ণ নির্বিশেষে মানবতাই সর্বোচ্চ। তারা বলেন, লালনের অন্যতম প্রধান দিক হল যে, ‘এই মহাবিশ্বের স্রষ্টা মানুষের হৃদয়ে অবস্থান করেন।’ তাই মানুষকে ধর্ম, বর্ণ, জাতি বা রঙের ভিত্তিতে বিভক্ত না করে, ভালোবাসা এবং সহমর্মিতার মাধ্যমে সকল মানুষের মধ্যে সর্বোচ্চ স্রষ্টার নৈকট্য অর্জন করা যায়। তাঁরা জোর দিয়ে বলেন, লালন বিশ্বাস করতেন, যদি মানুষকে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন ইত্যাদি বাহ্যিক পরিচয়ের ভিত্তিতে বিচার করা হয়, মানব হিসেবে দেখা না হয়, তাহলে সমাজে কখনোই শান্তি আসবে না। এটি কেবল তাঁর বিশ্বাস এমন নয়, আধুনিক সভ্যতার মধ্যেও এই বিস্তৃত বিশ্বাস যে, প্রকৃত বিশ্বশান্তি মানুষের প্রতি ভালোবাসার মাধ্যমে মানবতাকে স্বীকৃতি দিয়েই সম্ভব। বক্তারা বলেন, অতএব, লালনের দর্শন ঘৃণা, বিদ্বেষ ও বৈষম্যহীন সমাজ, জাতি এবং বিশ্ব গঠনের এক অনন্য আলোকবর্তিকা হিসেবে দাঁড়িয়ে আছে। এবারের তিন দিনের এই আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকসমাগমও ঘটে। দেশ বিদেশ থেকে অনেক বাউল গবেষকও এবার এখানে আসেন।
Leave a Reply