পূর্ব প্রস্তুতিতে দুর্যোগের সম্ভাব্য ক্ষতি কমানো সম্ভব
বশিরুল আলম,আলমডাঙ্গা ব্যুরোঃ ‘আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ এ প্রতিপাদ্যে আলমডাঙ্গা আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল সকালে উপজেলা পরিষদ কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র?্যালি বের করা হয়। র?্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয় চত্বরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আলমডাঙ্গায় ভূমিকম্প,দুর্ঘটনা ও অগ্নি দুর্ঘটনার ক্ষেত্রে গৃহীত পদক্ষেপের মহড়ার আয়োজন করে। এরপর পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার এর সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ এনামুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার রেহেনা পারভীন, ইন্সট্রাক্টর জামাল উদ্দিন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক,কৃষি সম্প্রসারন কর্মকর্তা এজেডএম ওবাইদুল্লাহ,সহকারি কৃষি সম্প্রসারন কর্মকর্তা আক্রাম হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা উপ-সহকারি কৃষি কর্মকর্তা আব্দুর রফিক,আশরাফুল আলম,মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা মাসুদ কামাল,স্টেশন অফিসার আব্দুল্লাহ আল মামুন প্রমূখ। এছাড়া ফায়ার ফাইটারস, বেসরকারি সংস্থা সুধীসমাজের প্রতিনিধিগণ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম বলেন, বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। প্রতি বছর কোন না কোনো দুর্যোগে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে থাকে। আগাম সতর্কবার্তার ওপর ভিত্তি করে দুর্যোগ আঘাত হানার আগেই কার্যকর পদক্ষেপ গ্রহণ করা গেলে দুর্যোগের সম্ভাব্য ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। তিনি বলেন, দুর্যোগের ঝুঁকি হ্রাসে জনগণ ও সংশ্লিষ্টদের সচেতনতা বৃদ্ধি করতে হবে। উপজেলা নির্বাহী অফিসার আরও বলেন, প্রাকৃতিক এবং মানবসৃষ্ট উভয়ভাবেই দুর্যোগ আসতে পারে। দুর্যোগ প্রতিরোধের যেমন ব্যবস্থা আছে আবার প্রতিকারেরও ব্যবস্থা আছে। এই বিষয়াগুলো অনুসরণ করতে হবে।
Leave a Reply