মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলায় প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের শেষ হয়েছে। বিসর্জনের এই ক্ষণে মণ্ডপে মণ্ডপে ছিলো বিদায়ের সুর। গতকাল রোববার (১৩ অক্টোবর) সন্ধ্যা ০৬ টায় উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে মিরপুর পশুহাট সড়কের রেলব্রীজ সংলগ্ন জিকে খালে দেয়া হয় প্রতিমা বিসর্জন।এছাড়া পোড়াদহ, সদরপুরসহ আরো কয়েকটি স্থানেও প্রতিমা বিসর্জন দেয়া হয়। এসময় আনন্দ উৎসবে মেতে উঠেন পুজারীরা। বিবাহিত নারীরা একে অপরকে পরিয়ে দেন সিঁদুর, মেতে উঠেন সিঁদুর খেলায়। বিসর্জনের সাথে সাথে খালের তীরে তরুণ তরুণীরা বাজাতে থাকেন ঢাক ঢোল আর কাঁসর। ধূপময় হয়ে উঠে বিসর্জন স্থল।
এসময় উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিবি করিমুন্নেছা,সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলাম,উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন,মিরপুর থানা অফিসার ইনচার্জ মোস্তফা হাবিবুল্লাহ, মিরপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তি সঞ্চয় পাল, সাধারণ সম্পাদক কাঞ্চন কুমার হালদারসহ নেতৃবৃন্দ ও সনাতনী ধর্মাবলম্বীরা। এবার মিরপুর উপজেলার ২৬টি পূজামণ্ডপে শারদীয়া দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে, আর সুন্দর ও সফলভাবে পূজা উদযাপন করতে পারায় খুশি সনাতনী ভক্তবৃন্দরা।
দুর্গাপূজার মহানবমী তিথিতে গতকাল (শনিবার) বিহিত পূজা এবং দর্পণ বিসর্জনের মাধ্যমে মণ্ডপে মণ্ডপে দেবী দুর্গার আরাধনা করেন হিন্দু ধর্মাবলম্বীরা।
Leave a Reply