কাগজ প্রতিবেদক ॥ সারা দেশের ন্যায় কুষ্টিয়াতে গতকাল রোববার প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হয়েছে শারদীয় দূর্গোৎসব। কড়া নিরাপত্তায় বিকেল ৪টার পর থেকে দেবী দূর্গাসহ প্রতিমাগুলো নেওয়া পদ্মা, গড়াই ও মাথাভাঙ্গা নদীসহ বিভিন্ন স্থানে। কুষ্টিয়া শহরের দূর্গাপূজার বিসর্জন হয় গড়াই নদীর তিনটি স্পটে এর মধ্যে ঘোড়াই ঘাট, আমলাপাড়া পুর্ণবাবুর ঘাট ও হরিপুর সেতুর নিচে। এখানে আগেই থেকেই কুষ্টিয়া পুলিশের ও ডিবির একটি টিম, র্যাব ও সেনাবাহিনীসহ আইনশৃংলাবাহিনী অবস্থান নেয়। এর পর থেকেই ধিরে ধিরে ঢাক ঢোল, নেচে-গেয়ে একেশটি মন্দির থেকে প্রতিমা নিয়ে পুজারীরা আসতে থাকেন নদীর ঘাটে। প্রতিমা রেখে বেশ কিছুক্ষণ আনন্দ উল্লাস, রংয়ের ছড়াছড়ি তার পর নৌকায় তুলে একটু মাঝ নদীতে শেষ বারের মত ভক্তি দিয়ে বিসর্জন দেয়া হয়। এভাবেই চলে রাত ৮টা পর্যন্ত। ঘোড়াই ঘাটে আগত কয়েকজন দর্শনার্থী জানালো, এবার পুজা উৎসব সীমিত হলেও আনন্দ হয়েছে বেশ। তবে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। দেবী এবার ঘোড়াই চড়ে গেছেন কৈলাসে। নিরাপত্তার মধ্যদিয়েই কুষ্টিয়ায় এ বছর ২২৪টি মন্দিরে অনুষ্ঠিত হয় শারদীয় দূর্গোৎসব। কুষ্টিয়ায় প্রতিমা বিসর্জন উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে প্রশাসন। এ বছর দেবী বিসর্জনের মধ্যদিয়ে যেন নিরাপদ, ক্ষুদা, দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ে উঠে এমন প্রত্যাশার কথা জানান পুজারীরা।
Leave a Reply