ওলি ইসলাম, ভেড়ামারা থেকে ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় নির্বিঘ্নে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। গতকাল ৯ ই অক্টোবর বুধবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে একটি টিম উপজেলার আটটি পূজা মন্ডপের সবগুলোর প্রস্তুতি দেখভাল করেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এ বছর ভেড়ামারা উপজেলায় মোট ৮টি পূজা মন্ডপে সার্বজনীন শারদীয় দূর্গা পূজার উৎসব পালিত হবে। প্রতিটি পূজা মন্ডপে সরকারের পক্ষ থেকে ৫০০ কেজি চাল ও ১০ হাজার করে টাকা দেওয়া হয়েছে। পূজা মন্ডপে আইনশৃঙ্খলা রক্ষার্থে সর্বোচ্চ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। সেখানে যেন কোন রকমের অনিয়ম, অতি শব্দে অপ্রীতিকর গান বাজনা না বাজানো হয়, কোনরকম জুয়ার বোর্ড চালু না থাকক ইত্যাদি বিষয়ের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিটি পূজামন্ডপে পর্যাপ্ত সংখ্যক পুলিশের পাশাপাশি, ৮ জন আনসার ও গ্রাম পুলিশ নিয়োগ দেওয়া হয়েছে। পূজা মন্ডপের নিরাপত্তা রক্ষায় একটি টিম সবসময় কাজ করছে। সর্বাধিক নিরাপত্তা নিশ্চিতে অনুষ্ঠানস্থল সিসি ক্যামেরায় আওতাভুক্ত করা হয়েছে। ভেড়ামারার সর্বাধিক পরিচিত মন্দির জগৎ জননী মাতৃ মন্দিরের পুরোহিত শ্রী বিনয় কুমার পাঠক জানান,সর্বজনীন দুর্গাপূজা উৎসবের পঞ্চমী ৮ অক্টোবর দিয়ে শুরু হয়েছে,আজ (৯ অক্টোবর) ষষ্ঠী।প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ১৩ই অক্টোবর রবিবার শেষ হবে। তিনি বলেন প্রতিবারের ন্যায় এবারও আমরা অত্যন্ত আনন্দ উল্লাসের মধ্য দিয়ে সার্বজনীন দুর্গা পূজা উৎসব পালন করছি।এর আগে ভেড়ামারা পূজা উদযাপন কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শ্রী প্রদীপ সরকার জানিয়েছিলেন , এবার ভেড়ামারায় ৮টি মন্ডপে দুর্গাপূজার উৎসব হবে। গতবার ১১ টি মন্ডপে দূর্গা পূজার উৎসব পালিত হয়েছিল। এবার কয়েকটি জায়গায় শারদীয় দুর্গাপূজার উৎসব না হওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, আমরা ৩-৪ জায়গার বিভিন্ন কমিটির সাথে কথা বলে জানতে পেরেছি অর্থনৈতিক সমস্যা আর মন্দিরের জমি সংক্রান্ত ঝামেলার কারণেই মূলত এবার কয়েকটি জায়গায় পূজা হচ্ছে না। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম জানিয়েছেন, দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের ক্ষেত্রে সর্বোচ্চ দায?িত্ব পালন করছে ভেড়ামারা থানা পুলিশ। ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান বলেছেন, সার্বজনীন দূর্গা পূজার উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি । আইন শৃঙ্খলা রক্ষার্থে পর্যাপ্ত সংখ্যক পুলিশের পাশাপাশি আনসার, গ্রাম পুলিশ নিয়োগ দেওয়া হয়েছে। প্রতিটি মণ্ডপে একটি টিম গঠন করা হয়েছে। তাদের কাজ মনিটরিং করতে একজন অফিসারের নেতৃত্বে একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। সার্বিক আইন শৃঙ্খলা পর্যবেক্ষণে আমি সহ এসিল্যান্ড(ভূমি) মোঃ আনোয়ার হোসাইন,সমাজসেবা অফিসার এমদাদুল হক বিশ্বাস, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম সহ ও উপজেলা প্রশাসনের একটি টিম আজ(৯অক্টোবর) ভেড়ামারার আটটি পূজা মন্ডপের আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি।নির্বিঘেœ পূজা উদযাপনের লক্ষ্যে ব্যাপক আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর আছে।
Leave a Reply