কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার খোকসায় মাইক্রো চাপায় ৪শিশুর মত্যুর ঘটনায় পালিয়ে যাওয়া মাইক্রো চালক কাবের আলী (২৮)কে গ্রেফতার করেছে র্যাব। বুধবার এবিষয়ে এক সংবাদ ব্রিফিংএ র্যাব-১২ সিপিসি-১র কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান জানান, ‘মঙ্গলবার রাত সাড়ে ১১টায় মেহেরপুরের গাংনীতে সিপিসি-১এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে ওই মাইক্রো চালককে গ্রেফতার করা হয়। ৪শিশু মৃত্যুর ঘটনায় খোকসা থানায় পুলিশ বাদি হয়ে করা মামলার এজাহার নামীয় একমাত্র আসামী মো: কাবের আলী চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আমতৈল গ্রামের বাসিন্দা সারোয়ার উদ্দিনের ছেলে। উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর খোকসা উপজেলায় কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক সড়কের শিমুলিয়া এলাকায় মাদ্রাসা থেকে আরবী শিখে বাড়ি ফেরার পথে সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী একটি দ্রুতগতির মাইক্রোবাস (রেজিঃ নং-ঢাকা মেট্রো চ-১৫-৮৭৬৮) চাপা দিয়ে চালক পালিয়ে যায়। এঘটনায় মিম খাতুন (১২), তানজিলা আক্তার (১৪), মারিয়া খাতুন (১১) ও যুথী খাতুন (৯) মৃত্যুবরণ করে। ফাতেমা খাতুন (৯) নামের অপর এক শিশু গুরুতর আহতাবস্থায় এখনও চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় মাইক্রোবাস ফেলে পালিয়ে যাওয়া চালকের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে খোকসা থানায় একটি মামলা দায়ের করে, যার মামলা নং ১০, তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২৪, ধারা-সড়ক পরিবহণ আইন-২০১৮ এর ৯৮/১০৫। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চৌড়হাস হাইওয়ে থানায় হস্তান্তর করা হয় বলে জানান এই র্যাব কর্মকর্তা।
Leave a Reply