1. nannunews7@gmail.com : admin :
November 8, 2025, 8:26 pm
শিরোনাম :
পাবলিক লাইব্রেরী মাঠে শেষ হলো কুনাউ’র উদ্যোগে পিঠা উৎসব তারেক রহমানকে নিয়ে ভেড়ামারায় যুবদল নেতার ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য বহিষ্কারের পরপরই সংবাদ সম্মেলনে চাইলেন ক্ষমা কেইউজে’র নবগঠিত নির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত খোকসায় রাস যাত্রা উৎসবে মেহেদী রুমী আমি সংসদে আবারো আপনাদের কন্ঠস্বর হতে চাই চুয়াডাঙ্গায় ফ্লিমই স্টাইলে গাছ ফেলে ডাকাতি, আটক-১ আলমডাঙ্গা পৌর ৪নং ওয়ার্ডে শরীফুজ্জামানের গণজোয়ার ৩১ দফায় মুক্তি ও শান্তির অঙ্গীকারে জনতার ঢল অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা প্রাথমিক শিক্ষকদের আমীর খসরু গণভোট সংবিধানে নেই, কথায় কথায় রাস্তায় নামবেন না প্রধান বিচারপতি প্রশাসনিক নয়, সংস্কারের মূল লক্ষ্য নৈতিক বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কাছে সিভিল এভিয়েশনের পাওনা ৬ হাজার কোটি টাকা

কালো টাকার মালিক কুমারখালীর শেখ সাদীও কুষ্টিয়া-৪- আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী

  • প্রকাশিত সময় Tuesday, October 8, 2024
  • 626 বার পড়া হয়েছে

কাগজ প্রতিবেদক ॥ অবৈধ সম্পদ, কালো টাকার মালিক শেখ সাদিও কুষ্টিয়া-৪- কুমারখালী-খোকসা আসনের সংসদ সদস্য প্রত্যাশী। কুষ্টিয়া কুমারখালী উপজেলার নন্দনালপুর ইউনিয়নের সদরপুর গ্রামের চিহ্নিত রাজাকার আলীম উদ্দিনের ছেলে মোঃ শেখ সাদী বর্তমান ঠিকানাঃ শেখ বাড়ী ,বাড়ী নং -০১ ,রোড নং ০১, সেক্টর -১৩, উত্তরা মডেল টাউন, ঢাকা- ১২৩০। অফিসের ঠিকানাঃ জব্বার টাওয়ার, প্লট নং-৪২,লেবেল-৫, গুলশান এভিনিউ, গুলশান -০১,ঢাকা-১২১২ বলে জানা যায়। তিনি অত্যন্ত চালাক প্রকৃতির লোক। তার বাবা ছিলেন কুষ্টিয়া চিহ্নিত রাজাকার এবং তিনি রাজাকার পরিবারের সন্তান। শেখ সাদীর পারিবারিক অবস্থা ছিল খুবই খারাপ। গত ১৭- ১৮ বছর আগে জীবিকার তাগিদে তিনি গ্রাম থেকে ঢাকা শহরে আসেন। এরপর ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর আওয়ামী লীগের প্রভাবশালী নেতা মাহাবুব উল আলম হানিফের সাথে ঘনিষ্ঠতা গড়ে তুলেন। এখান থেকে শুরু হয় তার জীবনের উত্থান। এরপর গড়ে তুলেন অংংঁৎব ঊহমরহববৎরহম ্ পড়হংঃৎঁপঃরড়হ ষরসরঃবফ, জবম ঘড়- ঈ -১৬৬০৭৭, এরপর মাহাবুব উল আলম হানিফের আশীর্বাদে স্বর্গ পারে হাউজিং ব্যবসা।নামে-বে-নামে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন প্লট দখল করে ঢাকা শহরে সাম্রাজ্য গড়ে তোলেন। তার পুরো শক্তি ছিল ১৫ বছরের মাহবুব উল আলম হানিফ। মাহাবুব উল আলম হানিফ অবৈধভাবে হাজার হাজার কোটি টাকা আয় করে অংংঁৎব ঊহমরহববৎরহম ্ পড়হংঃৎঁপঃরড়হ ষরসরঃবফ এ বিনিয়োগ করে। তার পিছনে সম্পূর্ণ কলকাঠি নাড়াচাড়া করেন সেকেন্ড ইন কমান্ড শেখ সাদী। এমন কোন অবৈধ কাজ নেই যা শেখ সাদী গত ১৫ বছরে করেন নাই। ক্ষমতার অপব্যবহার করে সাবেক আওয়ামী সরকারের আমলে কোন নিয়ম নীতি না মেনে অবৈধ হাউজিং ব্যবসার মাধ্যমে শত শত ফ্লাট বিক্রি করে। রাজউক এর কোন কর্মকর্তা মাহাবুব উল আলম হানিফের ভায়ের কোন ফাইল আটক করার সাহস পেত না। কিছু বৈধভাবে এবং কিছু অবৈধভাবে বিভিন্ন প্লট দখল করে ভয়-ভীতি দেখিয়ে ক্ষমতার মাধ্যমে কাগজপত্র তৈরি করে সব দখল নেয়া হতো। এরপর এইসব প্লটে বড় বড় ভবন তৈরি করে ফ্লাট, আবাসিক এবং বাণিজ্যিক হিসেবে বিক্রি করে দেয়। শেখ সাদী মাহবুব উল আলম আলম হানিফের হাজার হাজার কোটি টাকা তার কোম্পানিতে বিনিয়োগ করে তার সিংহভাগ টাকা ইউরোপ এবং মধ্যপ্রাচ্য পাচার করে দেয়। গত ১৫ বছরে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে শেখ সাদী ও মাহাবুব উল আলম হানিফ বিদেশে ব্যবসা-বাণিজ্য ও আবাসিক ভবন গড়ে তোলেন। শেখ সাদীর সাথে আওয়ামী লীগের অনেক বড় বড় নেতা ও মন্ত্রীদের সাথে সখ্যতা ছিল। তার মধ্যে কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য সুলতানা তরুণ এর সাথে বিভিন্ন ব্যবসা ও সখ্যতা ছিল। মাহাবুব উল আলম হানিফ ও সুলতানা তরুণ এর সাথে বিভিন্ন সময় বিভিন্ন মিটিং ও ফটোসেশন করতে দেখা যায় সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন পত্র-পত্রিকায়। শেখ সাদী ক্ষমতার বলে কোন নিয়ম নীতি না মেনে এসিউর জহুরা গার্ডেন,১৮৬ দক্ষিণ বিশিল, দারুস সালাম, মিরপুর -১, রাজউক বাইলেশন করে বিল্ডিং করায় এন ও সি জালিয়াতি করে বিল্ডিং হ্যান্ড ওভার করে দেয়। এইভাবে অনেক জাল- জালিয়াতের সাথে জড়িত। রাজউক, ভূমি মন্ত্রণালয়, বিভিন্ন ভূমি অফিস, এনবিআরসহ প্রত্যোকটা সরকারি প্রতিষ্ঠানে তার ছিল আধিপত্য। গত ১৫ বছরে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেশের অর্থনীতির অনেক ক্ষতি করেছে। মাহাবুব উল আলম হানিফের এর বুদ্ধিতে শেখ সাদী কুষ্টিয়া- ৪ কুমারখালী – খোকসা আসনে বিএনপি থেকে সংসদ সদস্য হওয়ার জন্য খায়েশ জাগে। ০৫ আগষ্ট ২০২৪ এর আগে বিএনপির মিটিং মিছিল কিংবা দলীয় পদে ছিল না। হঠাৎ করে ৫ই আগষ্ট ২০২৪ এর পরে মাহবুব উল আলম হানিফের বুদ্ধিতে কুমারখালী- খোকসা আসনে কালো টাকা ও পেশি শক্তি ব্যবহার করে প্রচারণা চালায় এবং ¯’ানীয় বিএনপির সাথে বিভিন্ন কোন্দলে জড়িয়ে পড়ে। এতে এলাকার বিএনপি’র নেতাকর্মীরা আতঙ্কিত হয়ে পড়ে এবং স্থানীয় বিএনপিতে বিভক্তি গড়ে তোলে। বিএনপিতে তার পিছনে শেল্টার দাতা হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফফরুল ইসলাম আলমগীর জড়িত। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজাকার পুত্র শেখ সাদীকে আরাফাত রহমান কোকো ফুটবল প্রতিযোগিতার সদস্য সচিব নির্বাচিত করে। বর্তমানে বিএনপি’র এমনই আকাল পরে যে পদ বিহীন রাজাকার পুত্র শেখ সাদী বিএনপির নেতা হিসেবে নিজেকে জাহির করার জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বুদ্ধিতে বিএনপির ত্রাণ তহবিলের ১০ লক্ষ টাকা প্রদান করেন। এতে বিএনপির ভাব মূর্তি ক্ষুন্ন হয়। এই সব ব্যাপারে বিএনপির হাইকমান্ড তৎপর না হলে বিএনপির রাজনৈতিকভাবে অনেক ক্ষতির সম্মুখীন হবে। কখনও শেখ সাদী বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিল না। শেখ সাদী সর্বত্র বলে বেড়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর কুমারখালী- খোকসার মনোনয়ন পাইয়ে দেবে। শেখ সাদী বহুরূপী গত ১৫ বছর মাহবুব উল আলম হানিফ এবং সাবেক সংসদ সদস্য সুলতানা তরুণ এবং আওয়ামীলীগের লীগের হাই কমান্ডের সাথে অবৈধভাবে হাজার হাজার কোটি টাকা আয় করেন। এখন মির্জা ফফরুল ইসলাম আলমগীরের হাত ধরে বিএনপিতে এসে কুমারখালী -খোকসা আসনের সংসদ সদস্য হতে চাই। যাহা হাস্যকর ও নাটক। শেখ সাদীকে দিয়ে কুমারখালী-খোকসা আসনে দলীয় কোন্দল সৃষ্টি করে। ইতিমধ্য দেখা যায় শেখ সাদীর ডেরা রিসোর্ট এ মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর সাথে তার অন্তরঙ্গ ছবি যা সামাজিক যোগাযোগে ভাসছে। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে শেখ সাদীর আওয়ামী লীগের যুগ্ম -সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য মাহবুব ও আলম হানিফের সাথে বিভিন্ন অনুষ্ঠানের ছবি, কুমারখালী -খোকসা আসনের সংসদ সদস্য সুলতানা তরুণের সঙ্গে ছবি, কুমারখালী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ রাসেল হোসেনের সাথে ছবি সোশ্যাল মিডিয়াতে দেখতে পাওয়া যায়। শুধু তাই নয়, স্বৈরশাসক সরকারের আমলে শেখ সাদী আওয়ামী লীগের সকল দিবসের এবং বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের সকল দিবসের ছবি দিয়ে ব্যানার ফেস্টুন বানিয়ে নিম্নোক্ত কোম্পানির নাম অংংঁৎব ঊহমরহববৎরহম ্ পড়হংঃৎঁপঃরড়হ ষরসরঃবফ দিতে দেখা যায় সোশ্যাল মিডিয়াতে। শুধু তাই নয়,শেখ সাদী এলাকায় এসে বিএনপির মহাসচিবের নাম ভাঙিয়ে দলের মধ্যে বিভাজন সৃষ্টি করছে। যার কারণে কুমারখালী-খোকসা বিএনপি’র নেতৃবৃন্দ ও সমর্থকদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। কুমারখালী-খোকসা বিএনপির নেতৃবৃন্দদের দাবি দীর্ঘ ১৬ বছর যারা মাঠ পর্যায়ে আন্দোলন সংগ্রামের ছিল তাদেরকে কুমারখালী -খোকসা আসনের মনোনয়ন দেওয়া হোক। তবে এ সব বিষয়ে শেখ সাদির সাথে মুঠোফোনে যোগাযোটের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640