কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ায় নবরূপে জাগোর আয়োজনে বিশিষ্ট নাট্যজন ও সাংবাদিক প্রয়াত সনৎ কুমার নন্দীর স্মৃতি তর্পণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে শহরের ৬ রাস্তার মোড় থানাপাড়াস্থ রোটারী ফিজিও থেরাপি সেন্টারে অনুষ্ঠিত স্মৃতি তর্পন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবরূপে জাগোর সভাপতি বিশিষ্ট কবি ও সমাজকর্মী সৈয়দা হাবিবা। কবি ও আবৃত্তিকার কনক চৌধুরীর সঞ্চালনায় সনৎ কুমার নন্দীর জীবনী নিয়ে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বোধোয়ের এর সভাপতি বিশিষ্ট গবেষক এ্যাডভোকেট লালিম হক, পরিবেশকর্মী খলিলুর রহমান মজু, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শাহীন সরকার, লেখক মুন্সী সাঈদ, লেখক এমাম মেহেদী , দীপ্ত টিভির জেলা প্রতিনিধি দেবেশ চন্দ্র সরকার, বিটিভির জেলা প্রতিনিধি তরিকুল ইসলাম, ছড়াকার আব্দুল্লা সাঈদ, প্রবীণ হিতৈষী সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, প্রফেসর ড. সরওয়ার মোর্শেদ রতন, বিশিষ্ট নজরুল সংগীত এডভোকেট সুব্রত চক্রবর্তী, সনৎ কুমার নন্দীর চাচা শশুর তপন কুমার সেন, কবি আমির আজম খান, লেখক মোহিত চন্দ্র গোবিন্দ, কবি দরবেশ হাফিজ, ছড়াকার বিপুল বিশ্বাস, লেখক আজিজুর রহমান, রোটারি ক্লাব অব কুষ্টিয়ার সাবেক সেক্রেটারি রোটারিয়ান তুষার রতন, নুপুর কুষ্টিয়ার সাধারণ সম্পাদক তসলিমা শিল্পী, দপ্তর সম্পাদ নিলুফা ছন্দা, জ্যোতি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন প্রোগ্রাম ম্যানেজার মোঃ আব্দুল কাদের প্রমুখ।সনৎ কুমার নন্দী কুষ্টিয়া থেকে প্রকাশিত সাপ্তাহিক ইস্পাত পত্রিকায় লেখালেখি মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। সর্বশেষ তিনি দৈনিক খবর পত্রিকার বার্তা সম্পাদকের দায়িত্বে ছিলেন। জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য প্রবীণ সাংবাদিক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক নেতা ছিলেন সনৎ কুমার নন্দী। এছাড়াও তিনি কুষ্টিয়া ও ঢাকার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন। গত ২৪ সেপ্টেম্বর সোমবার রাতে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন মারা যান তিনি। বেশ কিছুদিন ধরে তিনি কিডনি রোগে আক্রান্ত ছিলেন। পরদিন মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর পোস্তগোলা শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
Leave a Reply