ওলি ইসলাম ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় ইসলামী আন্দোলনের উদ্যোগে এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।গতকাল ৬ই অক্টোবর রবিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ ভেড়ামারা শাখার উদ্যোগে ও ভেড়ামারা উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ ফজলুল হকের সভাপতিত্বে বাসস্ট্যান্ড চত্বরে বিকেল ৩টায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা ইসলামী আন্দোলনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আহমাদ আলী। অনুষ্ঠানে বক্তারা ছাত্র-জনতার গণবিপ্লবের সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেপ্তার, তাদের গড়ে তোলা অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করার দাবি তোলেন। এছাড়াও তারা অর্ন্তর্বতীকালীন সরকারের কাছে সংখানুপাতিক(চজ) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের বিষয়টি উত্থাপন করেন। তারা ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন বলে উল্লেখ করেন।
তাছাড়াও তরুণ সমাজকে ইসলামী আদর্শে উজ্জীবিত হয়ে বাংলাদেশে ইসলাম প্রচারের স্বার্থে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।
Leave a Reply