আলমডাঙ্গা ব্যুরো ॥ আলমডাঙ্গায় বৈষম্যবিরোধী ছাত্রের দায়েরকৃত মামলায় উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
রোববার বিকেল সাড়ে ৪ টার দিকে পৌর শহরের আলিফ উদ্দীন এলাকায় অভিযান চালিয়ে উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিনকে গ্রেপ্তার করা হয়।
এর পরে সন্ধ্যা ৬ টার দিকে পৌর শহরের হাইরোড এলাকায় অভিযান চালিয়ে ডাউকি ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদ ইসলাম ও কালিদাসপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ওয়াদুদ মুন্সিকে গ্রেপ্তার করা হয়। আলমডাঙ্গা থানার পরিদর্শক (ওসি) মো. শেখ গনি মিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, তাদেরকে আজ সোমবার সকালে আদালতে প্রেরণ করা হবে।তিনি জানান।
Leave a Reply