কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার কুমারখালীতে হোটেল -রেস্তোরা, চা-স্টল, কল-কারখানা সহ ওয়ার্কশপের মতো ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করা হচ্ছে শিশুদের। এ সব শিশুদের কারো প্রাথমিক, কারো মাধ্যমিক স্তরের শিক্ষার্থী হিসেবে বিদ্যালয়ে যাতায়াতের কথা। উল্টো তারা কোথাও ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার হচ্ছে, কোথাও নিজেরাই শ্রম বিক্রি করছে বলে জানাগেছে।
খোঁজ নিয়ে জানাযায়, বিভিন্ন প্রতিষ্ঠানে কাজে নিয়োজিত শিশুদের কেউই প্রাথমিক ও মাধ্যমিকের গন্ডি পার করেনি। তার আগেই তাদেরকে কাজ শেখানোর নামে বা টাকা আয়ের জন্যে দেওয়া হয়েছে নানা ধরণের ঝুঁকিপূর্ণ কাজে। কুমারখালী পৌরসভা এলাকার কয়েকটি ফার্নিচার তৈরির কারখানায় গিয়ে দেখাযায়, শিশুরা ধুলাময় পরিবেশে চরম ঝুঁকি নিয়ে কাজ করছে। কেউ বিদ্যুৎ চালিত করাতে পারটেক্স জাতীয় বোর্ড চেরাই করছে, কেউ ফিনিসিং এর কাজ করছে কেউ আঠা লাগানোর কাজ করছে। আর যে কক্ষে তারা কাজ করছে সেখানে স্বাভাবিক ভাবে নি:শ্বাস নেওয়াও কষ্টকর। শহরের বেশকিছু ওয়েল্ডিং ওয়ার্কশপ ঘুরে দেখাগেছে, শিশুরা হাতুড়ি দিয়ে লোহার পাতিতে আঘাত করছে, কেউ ঝালাই করছে। এ ছাড়াও সাইকেল-রিক্সা-ভ্যান মেরামত কারখানা, মোটর গ্যারেজেও কাজ করতে দেখাগেছে শিশুদের। এদের অনেকের সাথেই কথা বলে জানাগেছে, কারো পড়াশোনা মাথায় ঢোকেনা, তাই পড়াশোনা ছেড়ে দিয়েছে। আবার কেউ জানায়, পরিবারের আর্থিক অনটনের কারণে অভিভাবকেরাই কাজে লাগিয়ে দিয়েছে। হোটেল -রেস্তোরা ঘুরে দেখাগেছে, হোটেল বয়ের কাজে নিয়োজিত রয়েছে কয়েকজন শিশু। তাদের কেউ পানি দিচ্ছে টেবিলে, কেউ টেবিলে পরে থাকা খাবারের উচ্ছৃষ্ট তুলে নিয়ে টেবিল মুছে দিচ্ছে। আর কেউ মেঝে পরিস্কার পরিচ্ছন্নতার কাজ করছে। বৃহস্পতিবার দুপুরে মুষলধারে বৃষ্টির মধ্যে উপজেলা পরিষদ সড়কের একটি হোটেলে গিয়ে এমনই চিত্র দেখাযায়। সেখানে কথা হয় ছোট্ট শিশু তুষারের (১২) সঙ্গে। তুষার জানায়, তার বাড়ি উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হাসিমপুর গ্রামে। সে হাসিমপুর মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। বাড়ি থেকে রাগ করে বেরিয়ে এসে হোটেলে কাজ করছে। হোটেলেই রাত্রি যাপন করে সে। তার বাবা কৃষি শ্রমিকের কাজ করে। দুপুরে তাকে একটি টেবিলে তরকারি ছাড়া পোলাও ভাত খেতে দেখে এ প্রতিবেদকের সঙ্গে থাকা জাহাঙ্গীর আলম নামের একজন ব্যবসায়ী তুষারকে মাংস দিতে বলেন। খেতে খেতে তুষারের পড়াশোনার যাবতীয় ব্যয় বহনের আশ্বাস দেওয়া। বিনিময়ে তাকে আবার বিদ্যালয়ে যাতায়াত শুরু করতে হবে। এতে সম্মতি দেয় তুষার। রবিবার সকালে ওই হোটেলে গিয়ে জানাযায়, তুষার কাজ ছেড়ে দিয়ে চলে গেছে। কুমারখালী পৌরসভা এলাকায় নানা ধরণের ঝুঁকিপূর্ণ কাজ করছে শিশুরা। এ বিষয়ে কবি ও নাট্যকার লিটন আব্বাস বলেন, এই শিশুরদেরকে বিদ্যালয়মুখি করতে শ্রম আইনের প্রয়োগ করা জরুরি। এক্ষেত্রে কেউ অভিযোগ দিক বা না দিক স্থানীয় প্রশাসনকে দৃষ্টি দিতে হবে। সেই সাথে সচেতনতামূলক প্রচার-প্রচারণার দরকার রয়েছে। জানাগেছে, ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শিশুদের শারীরিক ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এ সমস্ত শিশুরা ধুমপানে আসক্ত হওয়া ছাড়াও নেশা জাতীয় দ্রব্য সেবনের দিকেও ঝুঁকে পড়ছে। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মু: আহসানুল মিজান রুমী বলেন, কাজের পরিবেশ অনুযায়ী চোখ, হৃৎপিণ্ড, হার্ট কিডনি সহ নানা ধরণের স্বাস্থ্য ঝুঁকির সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য নিরাপত্তায় ঝুঁকিপূর্ণ কাজ থেকে শিশুদের দুরে রাখা জরুরি। এ ব্যাপারে কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলাম বরেন, শ্রম আইনে শিশুদের ঝুঁকিপূর্ণ কাজের তালিকা রয়েছে। শ্রম আইনের আওতায় পড়ে এমন কোনো ঝুঁকিপূর্ণ কাজে শিশুদের নিয়মিত করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply