দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। আহতরা দৌলতপুর ও কুষ্টিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল বুধবার বেলা ১১ টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে। এলাকাবাসী সুত্রে জানাগেছে, বৈরাগীরচর গ্রামের হাবিব মেম্বরের সাথে বক্স মোল্লার জমি সংক্রান্ত পূর্ব বিরোধ নিয়ে নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হাবিব মেম্বরের ছেলে শামীম প্রতিপক্ষ বক্স মোল্লাকে ধাক্কা দেয়। খবর পেয়ে বক্স মোল্লার লোক জন বৈরাগীরচর সামছেরতলা বাজারে হাবিব মেম্বরের লোকজনের উপর চড়াও হলে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রে সজি¦ত হয়ে একে অপরের ওপর হামলা, ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় লিপ্ত হয়। ঘন্টাব্যাপী চলা সংঘর্ষে আকবর মোল্লা (৬২), হাসিম মোল্লা (৭০), আলম মোল্লা (৬০), মাহাবুল মোল্লা (৪৫), মুহিদুল ইসলাম (৪৫), টগর (৪০), নিরব (১৪) এবং বক্স মোল্লা (৭০), মন্টু মোল্লা (৬৯), বকা মোল্লা (৬০), হাবিল মোল্লা (৪৫), কাবিল মোল্লা (৪২), নজু মোল্লা (৫৭), শাহীন (১২) ও রাসেল (৪০) সহ উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়। আহতদের মধ্যে বকা মোল্লা ও শাহীন কে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাঁকী আহতরা দৌলতপুর হাসপাতাল সহ স্থানীয়ভাবে চিকিৎসাধীন রয়েছে। সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষ দৌলতপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছে।
Leave a Reply