আলমডাঙ্গা ব্যুরো ॥ চুয়াডাঙ্গার ভালাইপুরে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় সাফিন আহমেদ (৮) নামে এক শিশু গুরুতর আহত হয়েছে। স্থানীয়দের সহযোগীতায় সাফিনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।তার শারীরিক অবস্থার অনবতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছেন চিকিৎসক। গতকাল বিকেলে চুয়াডাঙ্গা -মেহেরপুর আঞ্চলিক সড়কের ভালাইপুর ও গোকুলখালির মাঝামাঝি স্থানে এ দূর্ঘটনা ঘটে। আহত সাফিন চুয়াডাঙ্গা ভালাইপুর এলাকার সুমন মিয়ার একমাত্র সন্তান। আহত শিশুর পরিবারের সদস্যরা বলেন, বিকেলে শিশু সাফিন রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা মারে। এতে সাফিন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী নেয়ার পরামর্শ দেন।
Leave a Reply