1. nannunews7@gmail.com : admin :
November 8, 2025, 8:26 pm
শিরোনাম :
পাবলিক লাইব্রেরী মাঠে শেষ হলো কুনাউ’র উদ্যোগে পিঠা উৎসব তারেক রহমানকে নিয়ে ভেড়ামারায় যুবদল নেতার ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য বহিষ্কারের পরপরই সংবাদ সম্মেলনে চাইলেন ক্ষমা কেইউজে’র নবগঠিত নির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত খোকসায় রাস যাত্রা উৎসবে মেহেদী রুমী আমি সংসদে আবারো আপনাদের কন্ঠস্বর হতে চাই চুয়াডাঙ্গায় ফ্লিমই স্টাইলে গাছ ফেলে ডাকাতি, আটক-১ আলমডাঙ্গা পৌর ৪নং ওয়ার্ডে শরীফুজ্জামানের গণজোয়ার ৩১ দফায় মুক্তি ও শান্তির অঙ্গীকারে জনতার ঢল অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা প্রাথমিক শিক্ষকদের আমীর খসরু গণভোট সংবিধানে নেই, কথায় কথায় রাস্তায় নামবেন না প্রধান বিচারপতি প্রশাসনিক নয়, সংস্কারের মূল লক্ষ্য নৈতিক বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কাছে সিভিল এভিয়েশনের পাওনা ৬ হাজার কোটি টাকা

চিকিৎসক- কর্মচারীসহ নানা সঙ্কটে স্বাস্থ্য কমপ্লেক্স, ভর্তি রোগী সংখ্যা বেড়েছে দ্বিগুণ

  • প্রকাশিত সময় Wednesday, October 2, 2024
  • 241 বার পড়া হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (0.45859376, 0.36328685);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 41;

কুমারখালী প্রতিনিধি ॥ চিকিৎসক -কর্মচারী সহ নানা সংকটের মধ্যদিয়ে চলছে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবাদান কার্যক্রম। বর্হি:বিভাগ সহ ভর্তি রোগীর সংখ্যা বেড়েছে প্রায় দ্বিগুণ। ২৫ শষ্যার হাসপাতালটি কয়েকবছর আগে ৫০ শষ্যায় উন্নীত করা হয়েছে। সেই তুলনায় বাড়েনি চিকিৎসক সহ কর্মচারী ও প্রয়োজনীয় ঔষধের সরবরাহ।
এ হাসপাতালে কনসালটেন্ট, জুনিয়র কনসালটেন্ট সহ ৩১ জন চিকিৎসক থাকার কথা থাকলেও বর্তমানে আছেন সবমিলিয়ে ১১ জন। এরমধ্যে ৪ জন কনসালটেন্ট, ৬ জন মেডিকেল অফিসার (এমবিবিএস) ও ১ জন হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার। এঁদের মধ্যে ১ জন মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন। প্রতি চব্বিশ ঘন্টায় ৩ জন করে চিকিৎসক (তিন শিফটে) ভর্তি রোগীদের চিকিৎসা দিতে দায়িত্ব পালন করেন। আবার কখনো কেউ ছুটিতে থাকেন। এসব কারণে বির্হি:বিভাগে রোগী দেখা সম্ভব হয়ে ওঠেনা এমবিবিএস মেডিকেল অফিসারদের।
তাই বর্হি:বিভাগে চিকিৎসা সেবা দেন, উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসাররা। হাসপাতালে নেই স্থায়ী আবাসিক মেডিকেল অফিসার, তাঁর কক্ষে ঝুলছে তালা। তবে কাগজে কলমে ডা. আব্দুল মোমেন নামের একজন চিকিৎসককে আবাসিক মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া রয়েছে। বুধবার সকালে সরেজমিন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মু : আহসানুল মিজান রুমীর সাথে আলাপকালে এসব তথ্য জানাগেছে।
হাসপাতালের দপ্তর সূত্রে জানাগেছে, গত দুইদিনের মধ্যে প্রথমদিনে ভর্তি রোগীর সংখ্যা ১২১ জন, দ্বিতীয় দিনে ১১৮ জন ও বুধবার বেলা ১১টা পর্যন্ত ৪৬ জন রোগী ভর্তি হয়েছেন। বুধবার দুপুর পর্যন্ত জ্বর, ঠান্ডা ও ডায়রিয়া সহ নানারোগে আক্রান্ত হয়ে ভর্তি আছেন ১২৮ জন। হাসপাতালের বির্হি:বিভাগের টিকেট কাউন্টার সামনে গিয়ে চিকিৎসা সেবা নিতে আসা বহু রোগীকে দু’টি লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
আলাপকালে তাঁরা জানান, ডাক্তার দেখানোর জন্য টিকেট সংগ্রহ করতে লাইনে দাঁড়িয়ে রয়েছেন। এছাড়াও টিকেট কাউন্টারের আশেপাশের বেঞ্চে শুয়ে ও বসে অপেক্ষা করতে দেখাযায় আরও অনেক রোগাক্রান্ত নারী-পুরুষ ও শিশুদের। তারাও চিকিৎসা নিতে এসেছেন। তখন সময় সকাল সাড়ে দশটা। হাসপাতালের ফার্মেসীর সামনে ছিলো না ঔষধ নিতে আসা রোগী ও স্বজনদের ভীড়।
বর্হি:বিভাগের চিকিৎসকদের কক্ষ ঘুরে দেখাগেছে, অধিকাংশ কক্ষই ফাঁকা। কয়েকটি কক্ষে রোগীদের চিকিৎসা সেবা দিচ্ছেন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসাররা। তাঁদের কাউকে সামনে রোগী বসে থাকাবস্থায় কর্তব্যরত চিকিৎসক ঔষধ কোম্পানির প্রতিনিধির নিকট থেকে উপঢৌকনের প্যাকেট গ্রহণ করছেন। এ ব্যাপারে ওই কক্ষে থাকা ঔষধ কোম্পানির প্রতিনিধি সামনেই কর্তব্যরত চিকিৎসককে প্রশ্ন করা হলে তিনি বলেন, ঔষধ কোম্পানির প্রতিনিধিরা অফিস সময়ে খুব বিরক্ত করেন। একথা বলেই তিনি ঔষধ কোম্পানির প্রতিনিধিকে দ্রুত কক্ষ ত্যাগ করতে তাগিদ দেন। কিন্তু তাঁর নিকট থেকে প্যাকেট গ্রহণের বিষয়টি এড়িয়ে যান।
পরে কর্তব্যরত চিকিৎসকের রোগীকে বসিয়ে রেখে ঔষধ কোম্পানির প্রতিনিধির সাথে সময় দেওয়ার বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে অবগত করা হলে এ প্রতিবেদকের সামনেই ওই চিকিৎসককে তাঁর কার্যালয়ে ডেকে পাঠান। আলাপ শেষে এ প্রতিবেদক স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় ত্যাগের পরপরই ওই চিকিৎসককেও স্বাস্থ্য কর্মকর্তার কক্ষ থেকে বেরিয়ে যেতে দেখাযায়। এ বিষয়ে তিনি চিকিৎসককে কি বলেছেন তা জানা যায়নি।
পরিচয় গোপন রেখে হাসপাতালের সকল ওয়ার্ড ঘুরে দেখাগেছে, হাসপাতালে বেড়েছে রোগীর চাপ। সবগুলো ওয়ার্ডের বেডে রোগী। মেঝেতে রোগী, বারান্দায় ও ওয়ার্ডে যাতায়াতের রাস্তার মেঝেতে শুয়ে থাকতে দেখা যায় ভর্তি রোগীদের। এ ছাড়াও হাসপাতালের সবগুলো কেবিনে রয়েছেন ভর্তি রোগী। তাই নতুন রোগী এলে ওয়ার্ডের বেডে জায়গা হচ্ছে না তাদের।
শিশু ওয়ার্ডে প্রবেশের গলিতে একজন নারীকে একটি শিশু কোলে নিয়ে ঠাঁই দাঁড়িয়ে থাকতে দেখাযায়। জানতে চাইলে ওই নারী জানান, তাঁর বাচ্চা ঠান্ডায় আক্রান্ত হওয়ায় মঙ্গলবার নিয়ে এসেছেন হাসপাতালে। বুধবার সকাল পর্যন্তও তিনি বেড পান নাই। রাতে মহিলা ওয়ার্ডের মেঝেতে ছিলেন। সকালে তাঁকে শিশু ওয়ার্ডে যেতে বলা হয়েছে। এজন্যই তিনি বাচ্চাকে নিয়ে শিশু ওয়ার্ডের সামনে অপেক্ষায় রয়েছেন, যদি কোনো রোগীর ছুটি হয় তাহলে তিনি সেখানে বাচ্চাকে নিয়ে থাকবেন।
মাকে হাসপাতালে ভর্তি করেছেন দুইদিন দুর্গাপুর গ্রামের সাবেক ইউপি সদস্য মতিয়ার রহমান মতি জানান, মাকে হাসপাতালে নিয়ে আসার সাথে সাথেই কর্তব্যরত চিকিৎসক বলে দেন কুষ্টিয়া নিয়ে যান। প্রায় জোর করেই এখানে ভর্তি করেছি এবং এই হাসপাতালে আছি। মায়ের শরীরে রক্ত দিতে হচ্ছে। তিনি অভিযোগ করে বলেন, আসলে এখানে ডাক্তার সংকট আছে মানছি, কিন্তু যাঁরাই আছেন তাঁদের আন্তরিকতারও চরম সংকট রয়েছে। শুধু আরও একটু মানবিক আচরণ হলেই সংকটের মধ্যেও মানুষকে কাঙ্খিত সেব দেওয়া সম্ভব।
আরেকজন রোগীর বাবা বলেন, ছেলেটার খুব জ্বর হয়েছে, পরীক্ষা-নীরিক্ষায় টায়ফয়েড ধরা পরেছে। বারান্দার মেঝেতে শুয়ে রেয়েছে তার ছেলে। সকালে ডাক্তার এক্স-রে করাতে বলেছেন। তিনিও অভিযোগ করেন, সরকারি একটি হাসপাতাল এভাবে চলতে পারেনা, এখানে যথাযথ সেবা পাওয়ার অৎিকার রয়েছে মানুষের। কিন্তু কি হচ্ছে ? সংশ্লিষ্টদের তদারকির অভাব রয়েছে বলেও অভিযোগ তাঁর।
হাসপাতালে স্থানীয় বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের নারী ও পুরুষ কর্মীরা রোগীদের মধ্যে ছদ্মবেশে মিশে রয়েছে। সন্দেহ হওয়ায় কয়েকজনকে প্রশ্ন করা হলে তারা নিজেদেরকে রোগী পরিচয় দেন। বেশ কিছুক্ষণ পরে আবারও সেই নারীদের অন্য স্থানে দেখাযায়। সেখানেও তাদের আচরণে নিজেদের পরিচয় নিশ্চিত হওয়ার পরেও তারা ব্যাগ থেকে ঔষধ বের করে নিজেদের রোগী হিসেবে প্রমাণ করতে চান। কিন্তু শেষ পর্যন্ত ওই নারীরা স্থানীয় ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের কর্মচারী বলে পরিচয় দিয়ে বলেন, বৃষ্টির কারণে আমরা হাসপাতালের বাহিরে যেতে পারছি না, আর আপনাকে দেখেই রোগীর ছদ্মবেশ ধারণ করেছি। বৃষ্টি কমে গেলেই তারা চলে যাবেন বলে জানান।
সকাল নয়টা থেকে প্রয় ঘন্টাব্যাপী হাসপাতালে ফ্রি স্টাইলে বিচরণ করতে দেখা যায় ঔষধ কোম্পানির প্রতিনিধিদের। তাদের কেউ দাঁড়িয়ে কেউ এ কক্ষে- ওকক্ষে ঢুকছেন এবং বেরিয়ে যাচ্ছেন। যেখানে চিকিৎসকের দেখা মিলছে সেখানে কিছুটা সময় ব্যয় করছেন তারা। সরকারি এই হাসপাতালে অবস্থানকালে কয়েক ঘন্টায় এমন নানা অনিয়ম, অবহেলা ও অসঙ্গতি দেখাযায়।
অফিস সময় দেড়ঘন্টা অতিক্রম হওয়ার পর একজন কনসালটেন্টকে স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ে বসে থাকতে দেখাযায়। সেখানেই তাঁকে রোগী দেখার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি রোগী দেখি, তবে ওটি করতে হচ্ছে তো ! অপারেশন বিষয়ে ওই কনসালটেন্ট জানান, এখানে আপাতত শুধু সিজারিয়ান অপারেশন করা হচ্ছে।
ডেন্টাল কনসালট্যান্টের কক্ষে দেখা মেলে ডেন্টাল টেকনোলজিস্টকে। তাঁকেও অফিস সময়ের প্রায় দেড়ঘন্টা পরে কক্ষে পাওয়া গেছে। এ বিষয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, সময়মতোই তিনি এসেছেন কিন্তু নাস্তা করতে বাহিরে গিয়েছিলেন।
হাসপাতালের সার্বিক বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মু: আহসানুল মিজান রুমী বলেন, ৫০ শষ্যার হাসপাতাল হলেও চিকিৎসক সহ অন্যান্য জনবল সংকট রয়েছে। ঔষধ পর্যাপ্ত আছে, তবে আরো ঔষধ ক্রয়ের ব্যবস্থা নেওয়া হচ্ছে। ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারের প্রতিনিধি সহ ঔষধ কোম্পানির প্রতিনিধিদের আনাগোনা প্রতিরোধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাউন্ড দেওয়া আমার কাজ না হলেও রোগীদের কল্যাণে আমিও ওয়ার্ডে রাউন্ড দিই।
কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. আকুল উদ্দিন বলেন, ৫০ শষ্যার হাসপাতাল হলেও চিকিৎসক সহ জনবল সংকট রয়েছে। ছোট ছোট সংকটগুলো নিরসনে কাজ চলছে। তবে নানা সংকট সত্বেও আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে কাঙ্খিত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে কারো অবহেলা ও অনিয়ম সহ্য করা হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640