1. nannunews7@gmail.com : admin :
November 8, 2025, 8:21 pm
শিরোনাম :
পাবলিক লাইব্রেরী মাঠে শেষ হলো কুনাউ’র উদ্যোগে পিঠা উৎসব তারেক রহমানকে নিয়ে ভেড়ামারায় যুবদল নেতার ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য বহিষ্কারের পরপরই সংবাদ সম্মেলনে চাইলেন ক্ষমা কেইউজে’র নবগঠিত নির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত খোকসায় রাস যাত্রা উৎসবে মেহেদী রুমী আমি সংসদে আবারো আপনাদের কন্ঠস্বর হতে চাই চুয়াডাঙ্গায় ফ্লিমই স্টাইলে গাছ ফেলে ডাকাতি, আটক-১ আলমডাঙ্গা পৌর ৪নং ওয়ার্ডে শরীফুজ্জামানের গণজোয়ার ৩১ দফায় মুক্তি ও শান্তির অঙ্গীকারে জনতার ঢল অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা প্রাথমিক শিক্ষকদের আমীর খসরু গণভোট সংবিধানে নেই, কথায় কথায় রাস্তায় নামবেন না প্রধান বিচারপতি প্রশাসনিক নয়, সংস্কারের মূল লক্ষ্য নৈতিক বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কাছে সিভিল এভিয়েশনের পাওনা ৬ হাজার কোটি টাকা

সাবেক এমপি জর্জ ও তাঁর মায়ের দাপট

  • প্রকাশিত সময় Monday, September 30, 2024
  • 114 বার পড়া হয়েছে

নাট্য-সংগঠনের জমিতে মা-ছেলের মার্কেট-অফিস !
কুমারখালী প্রতিনিধি ॥ সাংস্কৃতিক রাজধানী কুষ্টিয়ার প্রবেশদ্বার কুমারখালী। স্বাধীন বাংলাদেশের জন্মের পর পরই কুমারখালী শহরে গড়ে ওঠে একাধিক সাংস্কৃতিক ও নাট্য সংগঠন।
যার মধ্যে অন্যতম নাট্য সংগঠন রুপালী সাংস্কৃতিক সংঘ। ১৯৭৮ সালে নাট্যজন মোফাজ্জেল হোসেন নান্নু, গোপাল মুখার্জি, আলতাফ হোসেন কিরণ, মাদু জোয়ার্দ্দার, নজরুল ইসলাম মাষ্টার, বিশ্বনাথ কর্মকার, অখিল বন্ধু কর্মকার সহ আরো অনেকের উদ্যোগে এই রুপালী সাংস্কৃতিক সংঘের সদস্য, অভিনেতা ও কলাকুশলী হিসেবে ছিলেন সক্রিয় ছিলেন। সেই সময়ের টগবগে যুবক-তরুণেরা আজ প্রবীণ। কেউ কেউ পরলোকের বাসিন্দা হয়েছেন, অনেকেই পদযাত্রী।
বয়স হয়েছে তাঁদের, তবে নাটক-যাত্রাপালার আয়োজন এবং অভিনয় শৈলী প্রদর্শনের দৃঢ় মনোবল রয়েছে এখনো অনেকেরই। কিন্তু তাঁদের সেই প্রিয় জায়গাটি (রুপালী সাংস্কৃতিক সংঘ) দীর্ঘদিন যাবৎ বেদখল। সংগঠনটির নিজস্ব রের্কডকৃত প্রায় দুই শতক (সাধারণ সম্পাদকের নামে) জায়গাতে ছিল একটি জরাজীর্ণ কার্যালয়। সন্ধ্যায় ওই কার্যালয়ে জমে উঠতো নাটক, যাত্রাপালা মঞ্চায়নের আগের প্রস্তুতি। আর নিয়মিত প্রশিক্ষণ-আড্ডার মধ্যদিয়েই তৈরী করা হতো নাট্যকর্মী। কিন্তু আজ ঐতিহ্যবাহি সেই সংগঠনের নেই কোন সক্রিয় পরিচালনা কমিটি ও কার্যক্রম। সংগঠনের জায়গাটিতেও আওয়ামী লীগ সরকারের আমলের শুরু দিকে তৈরী করা হয়েছে একটি একতলা বিশিষ্ট মার্কেট। সেখানে পাঁচটি দোকান ঘর রয়েছে।
এই মার্কেট নির্মাণ করেছেন, সংগঠনটির অন্যতম কর্তধর প্রয়াত নাট্যজন আলতাফ হোসেন কিরণের সহধর্মীনি ও সাবেক সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জের মা মমতাজ বেগম। দীর্ঘদিন যাবৎ জায়গাটি তাদের পরিবারের দখলেই ছিলো বলে সরেজমিন অনুসন্ধানে জানাযায়।
স্থানীয় নবীন -প্রবীণ সাংস্কৃতিক কর্মী-সংগঠকদের সূত্রে জানাগেছে, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর পরই ওই জায়গা থাকা পুরাতন ভবনটি ভেঙ্গে সেখানে একটি একতলা ভবনে নির্মাণ করে পজিশন বিক্রি করে দেন মমতাজ বেগম। আর সে সময় সাংস্কৃতিক কর্মীদের তিনি আশ্বাস দিয়েছিলেন তার ছেলে সেলিম আলতাফ জর্জ লন্ডনে ব্যারিষ্টারি পড়তে যাচ্ছে। জর্জ ফিরে এলে মার্কেটের ২য় তলায রুপালী সাংস্কৃতিক সংঘের কার্যালয় তৈরী করে দিবো। বাস্তবে হয়েছে তার উল্টো। লন্ডন থেকে সেলিম আলতাফ জর্জ ফিরে এসে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে এমপি নির্বাচিত হয়েই ওই মার্কেটের ২য় তলায় নিজের অফিস ও ৩য় তলায় কনফারেন্স কক্ষ নির্মাণ করে পুরো ভবনটিই দখলে নিয়েছেন বলে জানাগেছে।
মা- ছেলের সাংস্কৃতিক সংগঠনের জায়গায় মার্কেট ও অফিস নির্মাণের নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সাংস্কৃতিক কর্মী ও প্রবীণ নাট্যজনেরা। তারা আবারো আগের মতো সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার জন্য নিজের স্মৃতিময় রুপালী সাংস্কৃতিক সংঘ ফিরে পেতে চান। আর এই সংগঠনের নিজ নামীয় জায়গা কখনোই কারো ব্যক্তিগত ব্যবহারের জন্য নয়। এটি সংগঠনের দখলেই থাকা উচিত। কেউ যদি ব্যক্তিগত ব্যবহারের সুযোগ নিতে চায় তাহলে তারা অবৈধ দখলদার হিসাবে চিহ্নিত হবেন। সাংস্কৃতিক ও নাট্যজনেরা এহেন কর্মকান্ডের বিরোধীতা ও প্রতিবাদ জানান। একজন (নাম প্রকাশে অনিচ্ছুক) প্রবীণ নাট্যজন জানান, মার্কেট নির্মাণ করেছে ভালো কথা। সংগঠনের যাঁরা এখনো জীবিত রয়েছেন, তাঁদের সাথে আলাপ-আলোচনা করার প্রয়োজন ছিল। আর দোকানঘর গুলোর পজেশন বিক্রি করা হয়েছে, না-কি শুধুই ভাড়া দেওয়া হয়েছে ! মার্কেট থেকে কতো টাকা আদায় হয় এবং আদায়কৃত টাকা কোথায় যায়, তা সঠিক জানা নেই কারও। একবার জিজ্ঞেস করা হয়েছিল মমতাজ বেগমের কাছে। সে সময় তিনি বলেছিলেন, টাকা ব্যাংকে জমা রাখা হয়। তবে কে টাকা আদায় করেন আর কে ব্যাংকে জমা দেন এবং কোন ব্যাংকে একাউন্ট ও কতো টাকা আছে বা আদৌ আছে কি-না তা নিয়েও সংশয় রয়েছে তাদের।
তবে (নাম প্রকাশ না করার শর্তে) আরেকজন প্রবীণ সদস্য ও নাট্যজন বলেন, অতীতের মতো নিয়মিত সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালনার জন্য জায়গার কথা বলা হয়েছিল। আমাদের কথায় যেন পাত্তায় দিতে চান না তিনি। তবে এক পর্যায়ে বলেছিলেন, দ্বিতীয় তলায় নাট্যজনদের জন্য জায়গা করে দেবো। কিন্তু আজও তা দেওয়া হয়নি।
উল্টো তার ছেলে সেলিম আলতাফ জর্জ ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে এমপি নির্বাচিত হয়েই ২য় তলায় নিজের অফিস ও ৩য় তলায় কনফারেন্স কক্ষ তৈরী করে পুরো ভবনটিই তারা দখল করে নিয়েছেন। এখন নাট্যজনদের ওই ভবনের আশপাশে ঘোরাফেরা করাও যেন বিপদ। সাংস্কৃতিক কর্মকান্ডে সম্পৃক্ত স্থানীয় অনেকেই বলেছেন, কতো যে মধুর দিন-সময় কাটিয়েছি রুপালী সংঘের সেই জরাজীর্ণ কার্যালয়ে।আমরা এখনো পারি, নানাপ্রতিকুলতা সত্বেও সকলে মিলে অর্থের যোগান দিয়ে নাটক কিংবা যাত্রাপালার আয়োজন করতে। কিন্তু তার আগে তো একটা জায়গায় রিহার্সেল করতে হয়। আর আগের সেই সব পরিচিত নাট্যজনেরা সবাই নেই। কেউ কেউ পরলোকে পাড়ি দিয়েছেন। তাদের জায়গায় নতুনদের আনতে হবে তো ! আর এ জন্যই দরকার নিয়মিত নাট্য ও সাংস্কৃতিক আড্ডা। প্রবীণ নাট্যজনদের সাথে আলাপকালে তাঁরা বলেন, রুপালী সংঘের সাথে সম্পৃক্তদের দক্ষ সাংস্কৃতিক কর্মী-অভিনেতা হিসেবে চেনেন ও জানেন দেশের চলচ্চিত্র এবং নাট্যাঙ্গনের জনপ্রিয় ব্যক্তিরা। স্থানীয়দের কেউ কেউ সে সময়ে বাংলা চলচ্চিত্রে অভিনয়ও করেছেন।আমাদের সেই স্মৃতিময় সংগঠনের জায়গা কাউকে ব্যক্তিগত ভোগ করতে দিতে চাইনা। আর এটা উচিত নয়, অন্যায়ও বটে। এটা বরং সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালনার জন্য প্রবীণ নাট্যজনদের কাছেই হস্তান্তর করা উচিত।আর এই মুহুর্তে আমাদের নবীন-প্রবীণ সকল সাংস্কৃতিক কর্মীদের একমাত্র দাবী এটাই। এ বিষয়ে মমতাজ বেগমের সাথে আলাপের জন্য তার মুঠোফোনে কল করলে সেটি বন্ধ পাওয়া গেছে। আর তার ছেলে সাবেক এমপি সেলিম আলতাফ জর্জ ঢাকায় একটি হত্যা মামলায় গ্রেফতার হয়েছেন এবং ৫ দিনের রিমান্ড শেষে বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640