ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় সশস্ত্র হামলা, ব্যক্তিগত মালিকানাধীন দোকান, অফিসে জোরপূর্বক তালা ও প্রাণনাশের হুমকি দেয়ার প্রতিবাদে প্রশাসনের অবগতি ও ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে ছোট ভাইয়ের বিরুদ্ধে বড? ভাইয়ের সাংবাদিক সম্মেলন। গতকাল ২৮শে সেপ্টেম্বর শনিবার ভুক্তভোগী উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগরের বাসিন্দা প্রবাসী মনির তার আপন দুই ছোট ভাই বিপুল ও বাপ্পির বিরুদ্ধে এই সংবাদ সম্মেলন করেছে। লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করে বলেন,আমার জীবনে এক সংকটময় মুহূর্তের প্রতিকার পাওয়ার আশায় এবং প্রাণনাশের আশঙ্কায় আমি আপনাদের সামনে হাজির হয়েছি। তিনি দাবি করে বলেন, আমি ও আমার পরিবার জীবন-মরণ সন্নিকটে দাঁড়িয়ে আছি। যেকোনো সময় বড় ধরনের ধরণের হামলার শিকার হতে পারি। এর আগে ২৫ সেপ্টেম্বর রাত ৮টার সময় আমার বাড?িতে হামলা হলে ৯৯৯ এ ফোন দিলে পুলিশ গিয়ে আমাকে উদ্ধার করে। পরের দিন আমি থানায় হাজির হয়ে বিবাদী ১। বিপুল (৩৫), ২। ওবাইদুল ইসলাম বাপ্পি (৩২), আমার দুই আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি। বাপ্পি অনুমানিক ১১ বছর আগে আমার শ্যালিকাকে বিবাহ করে। বিবাহ পরবর্তী সময়ে একটি অস্ত্র হামলায় তার ১০ বছর জেল হয় এবং সে ৬ বছর জেলে ছিল। সম্প্রতি যে হাইকোর্ট থেকে জামিনে বাড়িতে আসে। জামিনে বাড়িতে আসার পর আমার শ্যালিকার উপরে নির্মম অত্যাচার শুরু করে। শারীরিক ও মানসিক অত্যাচার সহ্য না করতে পারে গত ০২ মাস আগে আমার শ্যালিকা কাওকে না জানিয়ে কোর্টে গিয়ে তাকে ডিভোর্স দেয়। এরপর থেকেই বিপুল ও বাপ্পি আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করাসহ বিভিন্ন ধরণের হমকি প্রদান করে আসছে। বিভিন্ন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ২৫ তারিখ রাতে আমার বাড?িতে হামলা করে,বাড়ির সদর দরজা ও বারান্দার অনধিকার প্রবেশ করে আমার নাম ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং ০২ রাউন ফাঁকা গুলি করে। গালিগালাজের একপর্যায়ে বিপুল হুকুম দিয়ে বলে যে, শালার ঘর বাড়ি ভাংচুর করে শেষ করে ফেল ও পেট্রেল ডেলে আগুন ধরিয়ে দে। হুকুম পাওয়া মাত্রই বিপুল ও বাপ্পি তাদের হাতে থাকা রামদা দিয়ে আমার ঘরের জানালা ও দরজা ভাঙচুর করে। ঐ ঘরের মধ্যে আমি, আমার স্ত্রী ও ১৪ মাসের সন্তান ছিলাম। আমি প্রাণ ভয়ে ঘর থেকে বাহির হইনি তবুও ঘরের দরজা ভেঙ্গে ফেলে। উক্ত ঘটনার পরবর্তীকালে ঐ রাতেই অনুমানিক ১১.৩০ ঘটিকার সময় আমার গোপিনাথপুর আখ সেন্টারে অবস্থিত ০৪ টি দোকান ও আমার অফিসে গিয়ে তালা ভেঙ্গে তাদের তালা লাগিয়ে দিয়ে দেয়। আমার দোকানে তালা দেওয়ায় ভাড়াটিয়ারা আমার কাছে ৮,০০,০০০/- টাকার ক্ষতি পূরন চাচ্ছে।উপরোক্ত বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আমি ভেড়ামারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করায় আসামীদের হুমকি ধামকির মুখে চরম নিরাপত্তাহীনতায় আছি। তারা আমার প্রাণনাশসহ নানাবিধ ক্ষতি করতে পারে। এই পরিস্থিতিতে আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুবিচার দাবী করছি।
Leave a Reply