1. nannunews7@gmail.com : admin :
November 10, 2025, 3:59 am
শিরোনাম :
কুষ্টিয়ার নতুন ডিসি ইকবাল হোসেন, আবু হাসনাত মোহাম্মদ আরেফীন হবিগঞ্জে কুষ্টিয়ার পদ্মার চরে তিন জেলার যৌথ বাহিনীর সাঁড়াশী অভিযান দৌলতপুরে ক্লিনিক মালিক সমিতির উদ্যোগে অপারেশনমূল্য নির্ধারণ মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলমডাঙ্গায় ছাত্রদলের আলোচনা সভা কিশোরকে অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেল ছিনতাই, থানায় অভিযোগ মেছো বিড়াল সংরক্ষণে জীবননগরে ‘ওয়াইল্ড লাইফ এন্ড নেচার ইনিশিয়েটিভ’-এর জনসচেতনতা মূলক প্রচারণা কুষ্টিয়ায় চলতি বছরে সাপের কামড়ে ৮ জনের মৃত্ব্য সিরিজে লিড নিল নিউজিল্যান্ড নভেম্বরের ৮ দিনে রেমিট্যান্স এলো ৯১৯৮ হাজার কোটি টাকা মির্জা ফখরুল দেশের সব সংকট নাটক, মানুষ আসলে ভোট দিতে চায়

দৌলতপুরে পূর্ব বিরোধে দু’পক্ষের সংঘর্ষে আহত-৭

  • প্রকাশিত সময় Saturday, September 28, 2024
  • 270 বার পড়া হয়েছে

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর পুর্ব শত্রুতার জের ধরে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৭জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের বাড়ি-ঘর ভাংচুর, লুটপাট ও অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দৌলতপুর থানায় উভয়পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সুত্রে জানাগেছে, শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর গ্রামের হাম্বার খাঁকে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ উজ্জ্বল হোসেন ও আমিরুল ইসলাম মারপিট ও ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এ ঘটনার জের ধরে উজ্জ্বল হোসেনের ভাতিজা বিজয় আলী বৈরাগীরচর বাজারের নীচে খেলা করা অবস্থায় হাম্বার খাঁর নেতৃত্বে সেলিম (৩৪), সিদ্দিক (৪৫), নয়ন (১৫) ও মিজান (৪০) সহ ৭/৮ জন তার ওপর অতর্কিত হামলা চালায়। এসময় হামলকারীরা রামদা ও লোহার রড ও লাঠিসোঠা দিয়ে বিজয় আলীকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। বিজয়ের ওপর হামলার খবর পেয়ে উজ্জ্বল হোসেন (৩৫), আসাদুল (৫০), শামীম (২০), আমিরুল ইসলাম (৪০) ও আনারুল ইসলাম (৪৫) সহ ২০/২৫ জন সশস্ত্র অবস্থায় প্রতিপক্ষ হাম্বার খাঁ, লিটন, সিদ্দিকের বাড়িতে পাল্টা হামলা চালিয়ে ভাংচুর করে এবং সিদ্দিকের বাড়ি পেট্রোল ঢেলে আগুন জ¦ালিয়ে দেয়। পরে হাম্বার খার লোকজন সংগবদ্ধ হয়ে উজ্জ্বল, আসাদুল, ঝর্ণা, হাবিল, বুলবুল, বেল্লাল, সাধন, হাফিজুল ও শুকুর আলী সহ ২০টি বাড়ি ভাংচুর ও লুট করে। হামলা পাল্টা হামলা ও সংঘর্ষে হাম্বার খা, উজ্জ্বলের স্ত্রী রেনু (২০), বিজয় আলী (১৫), শামীম (৩২)সহ উভয়পক্ষের অন্তত ৭ জন আহত হয়েছে। আহতদের মধ্যে বিজয়ের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে প্রথমে দৌলতপুর হাসপাতালে পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। বাঁকী আহতরা দৌলতপুর হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে। সংঘর্ষ ও হামলার ঘটনায় উজ্জ্বল হোসেনের পক্ষে আসাদুল ও পাপিয়া বাদী হয়ে দৌলতপুর থানায় লিখত অভিযোগ দায়ের করেছেন এবং হাম্বার খার পক্ষে ববিতা খাতুন বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে বলে স্থানীয়রা জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640