জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান
আলমডাঙ্গা ব্যুরো ॥ চুয়াডাঙ্গায় দীর্ঘ ১৮ বছর পর প্রকাশ্যে সমাবেশ করল জামায়াত : হাজারো নেতাকর্মীদের ঢল। গতকাল শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে চুয়াডাঙ্গা শহরের হোটেল সাহিদ প্যালেসের কনফারেন্স রুমে চুয়াডাঙ্গা জেলা জামায়াত আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াতে ইসলামের আমির ড. শফিকুর রহমান। এর আগে তিনি কোরআনের আলোকে জীবনযাপন এবং মহানবীর আদর্শ প্রতিপালনে দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানান। সেই সঙ্গে সবার কাছে ঐক্যের বার্তা পৌঁছে দিতে নির্দেশনা দেন। চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট রুহুল আমীনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন। এতে শুভেচ্ছা উদ্বোধনী বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট রুহুল আমীন। শুভেচ্ছা বক্তব্য দেন মেহেরপুর জেলা আমীর মাওলানা তাজউদ্দীন খান। অর্ন্তর্বতী সরকারের কার্যক্রমের বিষয়ে বাংলাদেশ জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মানুষ কেউ ভুলের ঊর্ধ্বে নয়। এখন যাঁরা দায়িত্বে আছেন, তাঁরা এ দেশেরই মানুষ। আর আমরা দেশবাসী মিলে ঐক্যমতের ভিত্তিতে তাঁদের ওপর দায়িত্ব দিয়েছি। সুতরাং তাঁরা যদি ভালো কিছু করেন, তাহলে দেশবাসী উপকৃত হবে, আমি উপকৃত হব, আপনিও উপকৃত হবেন। কিন্তু তার আগে যদি কোনো ভুল করেন, আমরা তা ধরিয়ে দেব, সংশোধন করে দেব। কিছু বিষয়ে এরকম আমাদের দৃষ্টিতে এসেছে। আমরা তাদের পরামর্শ দিয়েছি, এতে আমরা তার ইতিবাচক ফল পেয়েছি। মানুষ হিসেবে তাদের জন্য আমাদের দোয়া করা উচিত। তারা যেন জাতির প্রত্যাশা ও আবেগের বাইরে যেন কোন কাজ না করেন। জাতির চেতনাকে তারা যেন ধারণ করে ২৪ বিপ্লবের চেতনাকে সম্মান করেন। আমরা তাদের কাছে এইটুকুই আশা করি। তবে আবেগবশত মাঝেমধ্যে দুই একটা জিনিষ হয়ে যাচ্ছে, এটা হওয়া উচিত না। কি হয়ে যাচ্ছে এটা আপনারা (সংবাদকর্মী) সব বুঝেন, আমি সব কিছু ভেঙ্গে বলতে চাচ্ছি না। জামায়াতে ইসলামের আমির ড. শফিকুর রহমান বলেন, দেশবাসীর উদ্দেশ্যে আমাদের একটাই বক্তব্য, আসুন আমরা একটা ঐক্যবদ্ধ সমাজ গড়ে তোলার চেষ্টা করি। কোনো বিভক্তি নয়, ঐক্যই হোক এ জাতির সৌন্দর্য ও শান্তির প্রতীক।’ ভারত প্রসঙ্গে ড. শফিকুর রহমান বলেন, ‘আলাদা করে ভারতের ব্যাপারে আমরা কিছু বলব না। ভারত যেমন একটি দেশ, আমরাও এমন একটি দেশ। ভারত ছাড়া আমাদের আরও প্রতিবেশী আছে এবং বিশ্বসভায় আরও অনেক দেশ আছে। সবার প্রতি আমাদের একই কথা, বিশ্বের সবাই আমরা মিলেমিশে পারস্পরিক মর্যাদা ও সমতার ভিত্তিতে আমাদের সম্পর্ক সামনে এগিয়ে নেব। সভায় আরও উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা জামায়াতের আমির আবুল হাশেম, চুয়াডাঙ্গা জেলা জামায়াতের নায়েবে আমির মাও. আজিজুর রহমান, মেহেরপুর জেলা জামায়াতের নায়েবে আমির মাও. মাহবুবুর রহমান, চুয়াডাঙ্গা জেলার সেক্রেটারি আসাদুজ্জামান, মেহেরপুর জেলার সেক্রেটারি ইকবাল হোসাইন, চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সাবেক আমির আনোয়ারুল হক মালিক, চুয়াডাঙ্গা জেলার সহ-সেক্রেটারি আব্দুল কাদের, মাসুদ পারভেজ রাসেল, ইসলামী ছাত্র শিবিরের চুয়াডাঙ্গা জেলার সভাপতি হাফেজ মোহসিনসহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশে চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার ৪২০ জন রুকন উপস্থিত ছিলেন।
Leave a Reply