মিরপুর প্রতিনিধি ॥ দীর্ঘ ১৬ বছর আওয়ামীলীগের দুঃশাসনের স্বীকার। হামলা, মামলায় ছিলেন ঘরছাড়া। তারপরও অকুতোভয় রাজনৈতিক কর্মী হিসেবে কখনোই রাজপথ ছাড়েননি। মিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রহমত আলী রব্বান। কুষ্টিয়া-২ (ভেড়ামারা -মিরপুর) আসনের বারবার নির্বাচিত সাবেক সাংসদ, গণমানুষের নেতা অধ্যাপক শহীদুল ইসলামের প্রতি আস্থা ও আনুগত্য রেখে পালন করেছেন দলীয় সকল কর্মসূচি। গত মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর-২০২৪) বিএনপির প্রতিপক্ষ গ্রুপের হামলায় তিনি গুরুতর জখম হন। অবস্থা বেগতিক হওয়ায় তাকে কুষ্টিয়া সদর হাসপাতাল থেকে রেফার্ড করে দ্রুত ভর্তি করা হয় ঢাকা পঙ্গু হাসপাতালে। বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা পঙ্গু হাসপাতালে রব্বান কে দেখতে এবং তাঁর চিকিৎসার সার্বিক খোঁজখবর নিতে ছুটে যান এতদাঞ্চলের জনপ্রিয় রাজনৈতিক অধ্যাপক শহীদুল ইসলাম। তিনি দেশবাসীর কাছে রহমত আলী রব্বানের দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
Leave a Reply