শহর প্রতিনিধি ॥ অবহেলিত কুষ্টিয়ার পৌর নাগরিকদের প্রধান পৌর গোরস্থান গত দুই যুগেও পৌর উন্নয়নের অংশ হতে পারেনি বরং থেকেছে অবহেলায়-অবহেলিত। শুধু গাছ বড় হলেই গোরস্থানের গুরুত্ব ছিল পৌরসভার কাছে। কোন ঋৃতু বিবেচনা না করেই মাপ-ঝোক করা হতো গাছের। নাম মাত্র টেহুার দেখিয়ে কেটে ফেলা হতো সে গাছ। এভাবেই কুষ্টিয়া পৌর গোরস্থানের জীবন কেটেছে বিগত কয়েকবছর যাবত। ভেতরের রাস্তা কবরের চাইতে নিচু তাই অল্প বৃষ্টি হলেই হাটু জল জমে। পানির তলে তলিয়ে যায় আপন জনের কবর। জিয়ারত করারও কোন উপায় থাকে না। আগষ্ট আন্দোলনের পর স্থানীয় সরকার বিভাগ থেকে উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও পৌর মেয়রের পদ বিলুপ্তি করা হলে কুষ্টিয়ার সাবেক পৌর মেয়র চলে যান। এর পর সরকার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট হিসেবে পদায়ন করেন। সম্প্রতি কুষ্টিয়াসহ দেশব্যাপী ভারী বর্ষণে গত ১০ দিন আগে পৌর গোরস্থানের এই মেগগনি গাছটি নুয়ে পড়ে। এতে গোরস্থানের ভেতরের রাস্তাসহ কয়েকটি কবরের উপর আচড়ে পড়ে বেশ কিছু ক্ষতি হয়েছে। গোরস্থানে দায়িত্বরত একজন গৌড় খদক জানান, গতকাল সোমবার পৌরসভা থেকে লোক এসে গাছের ডাল-পালা কেটে দিয়ে গেছে। গাছের মাপ-জোক করে গেছেন। কবে কাটা হবে, কখন অপসারিত হবে তা তিনি জানেন না। কিন্তু দুর্ভোগে আছেন গোরস্থানে আগত কবরে শায়িত স্বজনদের। পিতা-মাতা, ভাই, বোনের কবর দেখা তার দেখভাল করতে ওই সড়ক দিয়ে যেতে তাদের পড়তে হচ্ছে দুর্ভোগে কেউ কেউ ঘুরেও অন্য রাস্তা দিয়ে যাচ্ছেন। এ ব্যাপারে পৌরসভার প্রশাসক ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক, জেলা ম্যাজিষ্ট্রেট মোছাঃ শারমিন আখাতরের নিকট দৃষ্টি আকর্ষণ করে গাছটি দ্রুত অসারণসহ গোরস্থানে রাস্তার সংস্কারের দাবী জানিয়েছে।
Leave a Reply