1. nannunews7@gmail.com : admin :
September 20, 2024, 1:10 am

রাহুল গান্ধীকে হত্যার হুমকি বিজেপি মন্ত্রীদের বিরুদ্ধে অভিযোগ

  • প্রকাশিত সময় Thursday, September 19, 2024
  • 7 বার পড়া হয়েছে

এনএনবি : ভারতের বিরোধীদলীয় নেতা ও জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীকে হত্যার হুমকি দিয়েছেন এক বিজেপি নেতা। এ কারণে প্রাণসংশয়ে আছেন তিনি। এমনকি রাহুলের ওপরে আক্রমণের প্ররোচনাও দিচ্ছেন ওই বিজেপি নেতা।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, এমন অভিযোগে দিল্লি পুলিশের দ্বারস্থ হয়েছে কংগ্রেস। অভিযুক্ত বিজেপি নেতার বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবিতে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে দলটি।
প্রতিবেদনে বলা হয়েছে, লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীকে ‘শারীরিকভাবে আঘাত করার জন্য’ বিজেপি নেতা এবং তার সহযোগীদের ‘প্রকাশ্য হুমকির’ বিরুদ্ধে কংগ্রেস বুধবার অভিযোগ জমা দিয়েছে।
দিল্লি পুলিশের কাছে পাঠানো চিঠিতে কংগ্রেস জানিয়েছে- একাধিক বিজেপি ও এনডিএ শরিকের নেতা রাহুল গান্ধীকে হত্যার হুমকি দিচ্ছে। রেল প্রতিমন্ত্রী রভনীত সিং বিট্টু থেকে শুরু করে উত্তর প্রদেশের মন্ত্রী রঘুরাজ সিং, তরবিন্দর সিং মারওয়াহ, শিবসেনা নেতা সঞ্জয় গাইকোয়াদের বিরুদ্ধে অভিযোগ এনেছে কংগ্রেস।
কংগ্রেসের দাবি, বিজেপি নেতা তরবিন্দর সিং সম্প্রতি এক জনসভায় বলেছেন, রাহুল গান্ধী নিজের আচরণ শোধরান, নাহলে তার অবস্থাও তার দাদির মতো হবে।
এছাড়া রেল প্রতিমন্ত্রী রভনীত সিং বিট্টুও রাহুল গান্ধীকে দেশের এক নম্বর সন্ত্রাসবাদী বলে আক্রমণ করেছেন। উত্তর প্রদেশের মন্ত্রীও একইকথা বলেছিলেন বলে দাবি কংগ্রেসের।
শিবসেনা নেতা সঞ্জয় গাইকোয়াদ আবার ঘোষণা দিয়েছেন, রাহুল গান্ধীর জিহ্বা যে ছিড়ে আনতে পারবে, তাকে ১১ লাখ রুপি দেবেন তিনি।
দিল্লি পুলিশের কাছে চিঠি লিখে কংগ্রেস জানিয়েছে, রাহুল গান্ধীর বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্যের মধ্য দিয়ে জম্মু-কাশ্মীরসহ যে রাজ্যগুলোতে নির্বাচন চলছে, সেই জায়গায় অশান্তি সৃষ্টির চেষ্টা হচ্ছে।
কংগ্রেসের কোষাধ্যক্ষ অজয় মাকেন নয়াদিল্লির তুঘলক রোড থানায় অভিযোগটি জমা দেন এবং এর একটি অনুলিপি ভারতের প্রধান নির্বাচন কমিশনারের কাছেও পাঠানো হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640