আমজাদ হোসেন বিশ^াস, মিরপুুর থেকে ॥ কুষ্টিয়ার মিরপুর বাসষ্ট্যান্ড বাজার কমিটি গত ১১ই সেপ্টেম্বর বিলুপ্ত হওয়ার পরে হাড্ডাহাড্ডি লড়াইয়ে আজ বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন।প্রাথমিকভাবে ১১৮ জন ভোটারের প্রত্যক্ষ ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হলেও পরে বাকি ২৫টি পদে সিলেকশনের মাধ্যমে নির্বাচিত করে মোট ২৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হবে। সভাপতি পদে ৩ জন ও সাধারন সম্পাদক পদে ৪জন প্রতিদ্বন্দীতা করছেন।এর মধ্যে সভাপতি পদের আমানুর রহমান আজিম ছাতা প্রতীক,গোলাম কিবরিয়া ফুটবল প্রতীক ও চাঁদ আলী মল্লিক মোরগ মার্কা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।এছাড়া সাধারন সম্পাদক পদে মীর মনিরুল ইসলাম অন্তর মাছ প্রতীক,খায়রুল ইসলাম আম প্রতীক,আব্দুল খালেক বাঘ প্রতীক ও রাসেল মন্ডল ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচন করছেন।নির্বাচনে বিএনপি ও জামাত সমর্থিত প্রার্থীরাই মূলত: প্রতিদ্বন্দ্বিতা করছেন।হার্ডওয়্যার ব্যবসায়ী রজব আলী জানান-এলাকায় বিএনপির দুইটি গ্রুপ বিদ্যমান থাকায় ত্রিমূখী ও হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে জানা গেছে।ইতিমধ্যেই প্রার্থীরা ভোটারদের দোকানে দোকানে গিয়ে ভোট চাচ্ছেন।হোমিও ডাক্তার নুরুল ইসলাম জানান-দীর্ঘদিন মিরপুর বাসষ্ট্যান্ড বাজারে মিরপুর পৌরসভার মেয়র হাজী এনামুল হক স্বঘোষিত সভাপতি ছিলেন।বাসষ্ট্যান্ড বাজারে তার কোন ব্যবসা বানিজ্য না থাকলেও এখানকার কোন দোকানদারকে কমিটির দায়িত্বে আসতে দেননি।তাই বাসষ্ট্যান্ড বাজারের ব্যবসায়ীদের মাঝে দীর্ঘদিনের চাপা ক্ষোভ বিরাজ করছিলো।দেশের পরিবর্তিত পরিস্থিতিতে বাজার কমিটির নির্বাচন দেয়ায় ব্যবসায়ীদের মাঝে আনন্দের সুবাতাস বইছে।ওষুধ ব্যবসায়ী সাব্বির হোসেন জানান-অবাক হলেও সত্যি যে,এত বড় বাজারে একটি পাবলিক টয়লেট ও উপজেলার প্রধান বাসষ্ট্যান্ড হিসেবে একটি যাত্রী ছাউনি নেই।তাছাড়া এখানকার নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা স্থাপন জরুরি ভাবে প্রয়োজন হয়ে পড়েছে।বিগত সভাপতি এনামুল হাজী বাজারের উন্নয়নের জন্য কোন কাজ করেননি। তাছাড়া আরো বিবিধ সমস্যা দীর্ঘদিন ধরে বিরাজ করছে।তাই এসব সমস্যা সমাধানে যারা কাজ করতে পারবে,তাদেরকেই আমরা ভোট দিয়ে নির্বাচিত করবো।
Leave a Reply