কুষ্টিয়া সদরের স্বাদ ভুলতে পারছেন না এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী জহুরুল ইসলাম
কাগজ প্রতিবেদক ॥ সরকারী চাকুরী বিধিতে পদোন্নতি, পদায়নের ন্যায় বদলীও একটি বিধিমোতাবেক নিয়ম। কিন্তু সে নিয়মের তোয়াক্কা করছেন না কুষ্টিয়া এলজিইডির জেলা সদর কার্যালয়ের সিনিয়র সহকারী প্রকৌশলী জহুরুল ইসলাম। গত ১ সেপ্টেম্বর তার বদলীর অর্ডার হলেও এখনও জেলা সদরে বহাল তবিয়তে আছেন। একটি দায়িত্বশীল সুত্র বলছে, তিনি সদর অফিসের স্বাদ ভুলতে পারছেন না তাই যেতে গড়িমসি করছেন। এমন অভিযোগই পাওয়া গেছে তার বিরুদ্ধে।
জানা যায়, চুয়াডাঙ্গা জেলার সন্তান এলজিইডির সহকারী প্রকৌশলী করোনাকালীন সময়ে কুষ্টিয়া সদর উপজেলায় সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন প্রায় দুই বছর। এর পর তিনি জেলা সদরের তত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয়ে বদলি হয়ে আসেন। এর পর থেকেই তিনি সেখানে রয়েছেন। একটি সুত্র জানিয়েছে, সদর উপজেলায় কর্মরত থাকা অবস্থায় আওয়ামীলীগের এক প্রভাবশালী নেতার আর্শিবাদে নিয়ন্ত্রিত সিন্ডিকেটের নিয়ন্ত্রিত হয়ে কাজ করতেন। টেন্ডার পাইয়ে দেয়া, এবং সিডিউইল বর্হিভুত কাজ করলেও কোন অভিযোগ না দিয়ে মেনে নিতেন। বিনিময়ে কিছু নজরানা চলে আসতো তার কাছে। এভাবেই সখ্যতা গড়ে উঠে ওই চক্রের সাথে। এর পর জেলা সদর অফিসে যোগদানের পর তার কাজের পরিধি বৃদ্ধি পায় সিন্ডিকেট চক্রকে সহায়তা করার। গত ৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনে অনেকের বদলী, পদায়ন হলেও এলজিইিডির সিনিয়র সহকারী প্রকৌশলী জহুরুল ইসলামের কিছুই হয়নি। এদিকে এলজিইডির প্রধান কার্যালয় আগারগাঁও থেকে প্রধান প্রকৌশলী মোঃ আলি আখতার হোসেন স্বাক্ষরিত একটি পত্র যার স্বারক নম্বর ১০১৭১ গত ১ সেপ্টেম্বর অফিস আদেশে সিনিয়র সহকারী প্রকৌশলীকে খোকসা উপজেলায় বদলীর আদে হয়। এবং এর অনুলিপি তত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী এবং সিনিয়র সহকারী প্রকৌশলী জহুরুল ইসলামকে অনুলিপি প্রদান করা হয়। কিন্তু প্রায় এক মাস অতিবাহিত হলেও প্রকৌশলী জহুরুল ইসলাম কোন কিছুর তোয়াক্কা না করে স্বপদে বহাল রয়েছেন। আগের মতই আওয়ামীসিন্ডিকেট ঠিকাদারদের সুযোগ-সুবিধা দিয়ে আসছেন বলে অভিযোগ রয়েছে। সুত্রটি জানিয়েছেন, সদর অফিসের স্বাদ ভুলতে পারছেন না তিনি। তাই কুষ্টিয়া সদর ছেড়ে যেতে চাচ্ছেন না তিনি। এ ব্যাপারে সিনিয়র সহকারী প্রকৌশলী জহুরুল ইসলামের মুঠোফোনে কথা বললে তিনি জানান, তার অর্ডার স্টে করা হয়েছে। এবং আওয়ামীলীগের ওই প্রভাবশালী নেতার আর্শিবাদ পুষ্ঠু ঠিকাদারদের সুযোগ সুবিধা কখনওই দেন না এবং তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সঠিক নয় বলে দাবী করেন।
Leave a Reply