ওলি ইসলাম, ভেড়ামারা থেকে ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলঅনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৬ই সেপ্টেম্বর সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা ও এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।ইসলাম ধর্মের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল হযরত মুহাম্মদ(সাঃ) আরবি ৫৩ হিজরীপূর্ব (ইংরেজি ৫৭০ সাল) সনের ১২ই রবিউল আউয়াল মাসের সোমবারে জন্মগ্রহণ করেন। তিনি আরবি ১১ হিজরী(৬৩২ সাল) ১২ই রবিউল সোমবার একই দিনে মৃত্যুবরণ করেন। আরবি ১৪৪৬ হিজরী সনের ১২ই রবিউল আওয়াল মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আগমনী দিন উপলক্ষে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভেড়ামারা উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী ছাড়াও রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজ, আলেম ওলামা, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর মহিমান্বিত জীবন নিয়ে আলোচনা করেন। বক্তৃতায় তার জীবন থেকে শিক্ষা নিয়ে বাস্তবিক জীবনে প্রয়োগের মাধ্যমে মানব জীবনের সফলতার সর্বোচ্চ চূড়ায় কিভাবে পৌঁছানো যায় সে সম্পর্কে আলোকপাত করা হয়।অনুষ্ঠানে মোনাজাতের পর প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। এছাড়াও বিভিন্ন মাদ্রাসা থেকে আগত শিক্ষার্থীদের হামদ্ নাতের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
Leave a Reply