1. nannunews7@gmail.com : admin :
September 19, 2024, 1:14 am

আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বিচারাধীন জমি দখলের অপচেষ্টা; ক্ষোভ

  • প্রকাশিত সময় Monday, September 16, 2024
  • 6 বার পড়া হয়েছে

আলমডাঙ্গা ব্যুরো ॥ টিন ও বাঁশের ঝুপড়ি ঘর তুলে নদীর চর দখলের মত আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের জমি দখল করেছে একটি সিন্ডিকেট। আদালতে মামলা চলমান অবস্থায় কোটি টাকার সম্পত্তি ষড়যন্ত্র করে দখল করতে উঠে পড়ে লেগেছে চক্রটি। আলমডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের জমি অবৈধভাবে দখল করার চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় সচেতন শিক্ষার্থী-অভিভাবকসহ এলাকাবাসীর মধ্যে প্রচন্ড ক্ষোভের সৃষ্টি হয়েছে।জানা গেছে, আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পিছনের ৭৩ নং গোবিন্দপুর মৌজায় ১৬ নং আরএস খতিয়ানে ৮৭৩৫ দাগে ৩৮ শতক জমি রয়েছে।এই জমি ১৯৬১ স্কুল প্রতিষ্ঠার পর থেকেই ভোগ দখলে রয়েছে স্কুলের। নিয়মিত খাজনা পরিশোধ করে আসছে বিদ্যালয়। এরই মধ্যে ওই সম্পত্তির উপর লোলুপ দৃষ্টি পড়ে একটি ভূমিদস্যু চক্রের। তারা কয়েক কোটি টাকার স্কুলের এই সম্পত্তি নিজেদের দখলে নিতে শুরু করে নানা চক্রান্ত। এই সম্পত্তি নিজেদের দাবী করে রুইতন সেখ ও খেপাই সেখের পক্ষে তার ওয়ারেসগণ আদালতে মামলা দায়ের করেছেন পূর্বেই। মামলা বিচারাধীন থাকা অবস্থায় স্কুল কর্তৃপক্ষ প্রথম দিকে আদালতে হাজিরা দিলেও পরে আর মামলার বিষয়ে খোঁজ খবর রাখেনি। কোটি কোটি টাকার সম্পত্তি বেহাত হওয়ার উপক্রম হয়। গত বছরের ২৬ ফেব্রুয়ারি আদালতে একতরফা শুনানির খবরে স্কুল কর্তপক্ষ নড়েচড়ে বসে। স্কুলের মূল্যবান এ সম্পত্তি রক্ষায় দৌঁড়ঝাপ শুরু করে স্কুল কর্তৃপক্ষ। মামলায় নতুন উকিল নিয়োগ দেওয়া হয়।এরই মধ্যে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হন উপজেলা নির্বাহী অফিসার। নানা ব্যস্ততায় আবারও মামলা পরিচালনায় শৈথিল্য দেখান বিদ্যালয় কর্তৃপক্ষ। ফলে বাদী পক্ষ আবারও আইনি লড়াইয়ে সুবিধাজনক অবস্থায় আছে। আদালতে মামলা বিচারাধীন থাকাবস্থায় তারা গত শুক্রবার বিদ্যালয় ছুটির দিনে বিবাদমান জমিতে বাঁশ টিনের ঝুপড়ি নির্মাণ করে জমিটি দখলে নেওয়ার অপচেষ্টা করা হয়েছে। সংবাদ পেয়ে গতকাল দুপুরেই ম্যানেজিং কমিটির সদস্য ও বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত হন। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি। পরে আলোচনা সাপেক্ষে ভূমিদস্যু চক্রের অপচেষ্টা প্রতিরোধ করতে আইনগত ও সামাজিক পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেন।মামলাটির বিদ্যালয় পক্ষের আইনজীবী অ্যাড. মানিক আকবর জানান, মামলাটি আদালতে বিচারাধীন। আগামি ২০ নভেম্বর শুনানির তারিখ নির্ধারিত। বিচারাধীন জমি দখল করা বে-আইনি কর্মকান্ড। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হাসিনুর রহমান জানান, সম্পত্তি রক্ষায় যা যা করণীয় স্কুল কর্তৃপক্ষ তা করতে পিছুপা হবে না।এদিকে, সচেতনমহল বিদ্যলয়ের এ মূল্যবান সম্পত্তি রক্ষায় সোচ্চার হয়েছেন। কোন ভাবেই স্কুলের এই সম্পত্তি যাতে হাতছাড়া না হয় সে বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ করে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা যায়।আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের জমি পুণরুদ্ধার করতে আলমডাঙ্গাবাসী এক পায়ে খাড়া। যে কোন মুহুর্তে দখলদার চক্রের বিরুদ্ধে গণ আন্দোলন শুরু হওয়ার সমূহ সম্ভাবনা বিরাজ করছে।এ বিষয়ে আলমডাঙ্গা সরকারি কলেজের সমাজ বিজ্ঞানের শিক্ষক তাপস রশিদ বলেন, আলমডাঙ্গার অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়। এ বিদ্যালয়ের কোন ক্ষতিসাধন আলমডাঙ্গাবাসী স্বাভাবিকভাবে মেনে নেবেন না। স্কুল কর্তৃপক্ষের ভুলে বা যেভাবেই হোক এ মামলা এখন স্কুলের হয়তো প্রতিকুলে। বিবাদমান জমি কোন ব্যক্তিগত সম্পত্তি না, এটা শিক্ষাপ্রতিষ্ঠানের। সুদীর্ঘ ৬৪/৬৫ বছর বিদ্যালয়ের দখলে রয়েছে। বিদ্যালয় খাজনা দিয়ে আসছে। শিক্ষাপ্রতিষ্ঠানের স্বার্থে ম্যানেজিং কমিটির যা যা করার তা করতে হবে। প্রয়োজনে অবৈধ দখলদারদের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলতে হবে। অবশ্যই আমরা ালমডাঙ্গাবাসীরা বিদ্যালয়ের পাশে আছি। অবশ্যই অচিরেই অবৈধ দখলদারমুক্ত করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640