1. nannunews7@gmail.com : admin :
September 19, 2024, 12:57 am

আলমডাঙ্গায় বায়তুন নুর জামে মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবী(সাঃ) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল।

  • প্রকাশিত সময় Monday, September 16, 2024
  • 6 বার পড়া হয়েছে

বশিরুল আলম,আলমডাঙ্গা থেকে ॥ আলমডাঙ্গা এক্সচেঞ্জ পাড়া বায়তুন নুর জামে মসজিদে পবিত্র ঈদেমিলাদুন্নবী (সঃ) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৬ সেপ্টেম্বর বাদ মাগরিব আলমডাঙ্গা এক্সচেঞ্জপাড়া বায়তুন নুর জামে মসজিদে পবিত্র দেমিলাদুন্নবী(সঃ) উপলক্ষে মোঃ নাসির উদ্দীন এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, মসজিদ কমিটির নির্বাহী সদস্য প্রফেসর আব্দুল খালেক,সিনিয়র সহ সভাপতি সাবেক ব্যাংক কর্মকর্তা মোঃ সাইদুর রহমান, সাধারণ সম্পাদক অবঃ প্রধান শিক্ষক আবুল কাসেম, সহ সাধারণ সম্পাদক মোঃ বশিরুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সামছুদ্দিন, কোষাধ্যক্ষ আব্দুস সামাদ,দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফকির মোহাম্মদ, ধর্মীয় সম্পাদক মোঃ সামছুল হক,দপ্তর সম্পাদক মজিবুল হক,সদস্য আব্দুল কুদ্দুস সহ শতাধিক সন্মানিত মুসুল্লিবৃন্দ। ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন মাওলানা ডাঃ মুহাম্মদ হুমায়ুন কবির ও দ্বিতীয় বক্তা হিসেবে ছিলেন হাফেজ মাওলানা মোঃ রবিউল ইসলাম বক্তাগণ মহানবী হজরত মুহাম্মদ সাঃ এর জীবন থেকে মূল্যবান আলোচনা করেন, আলোচনায় প্রধান বক্তা বলেন, আল্লাহ তায়ালা রাহমাতুল্লিল আলামিন হিসেবে ৫৭০ খ্রিস্টাব্দের ১২ রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিকের সময়ে প্রিয় নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ পৃথিবীতে শুভাগমন করেছেন, মুমিন মুসলমানদের এ আনন্দই হলো পবিত্র ‘ঈদে মিলাদুন্নবী’।যে নবীজির নূরের আলোতে সারা পৃথিবী আলোকিত হয়েছিল। তাঁর ওপরই নাজিল হয়েছিল আসমানি গ্রন্থ পবিত্র আল কোরআন। তিনি এসেছেন আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের আলো হয়ে। তিনি ছিলেন সত্যবাদী তথা আল আমিন। সাহাবি হজরত ইরবাদ ইবনে সারিয়াহ (রা.) থেকে বর্ণিত। রসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন থেকে আমি আল্লাহর প্রিয় বান্দা ও নবীকুলের সর্বশেষ নবী, যখন আদম (আ.) মাটির সঙ্গে মিশ্রিত ছিলেন। আমি তোমাদের আরও জানাচ্ছি যে, আমি হাবিব আমার পিতা নবী হজরত ইবরাহিম (আ.)-এর দোয়ার ফসল এবং নবী হজরত ঈসা (আ.)-এর সুসংবাদ, আর আমার মাতা (আমিনার) স্বপ্ন। নবীদের মাতাগণ এভাবেই স্বপ্ন দেখতেন। রসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মাতা তাঁকে প্রসবের সময় এমন এক নূর প্রকাশ পেতে দেখলেন যার আলোয় সিরিয়ার প্রাসাদগুলো দেখা যাচ্ছিল। আলোচনা শেষে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ রবিউল ইসলাম। পরে তবারক বিতরনের মাধ্যমে সমাপ্ত ঘোষনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640