কাগজ প্রতিবেদক ॥ নিউরন নার্সিং ভর্তি কোচিং এর আয়োজনে নার্সিং ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের ফ্রি ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে এফপিএবি কুষ্টিয়ার আক্কাস আলী মঞ্জু মিলনায়তনে এ উপলক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় নিউরন নার্সিং ভর্তি কোচিং কুষ্টিয়া শাখার পরিচালক বশির আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউরন নার্সিং ভর্তি কোচিং এর প্রতিষ্ঠাতা পরিচালক লেখক হাবিবুল্লাহ আল হাসিব, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নিউরন নার্সিং ভর্তি কোচিং এর আরেক প্রতিষ্ঠাতা পরিচালক লেখক সাইফুল আল সাইফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সরকারি নার্সিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল স্মৃতি কণা হালদার, আলো নার্সিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল মমতা দাস ও সাফিনা নার্সিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল বিথীকা বাড়ই। অনুষ্ঠানে মাশফিয়া মেহজাবিন এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল্লাহ আল হাসিব বলেন, বর্তমান সময়ে নার্সিং পেশা একটি সম্মানজনক পেশা। নার্সিং পাশ করে অনেকেই দেশের বাইরে বিশেষ করে ইউরোপের অনেক দেশে চাকুরি করতে যাচ্ছেন। সেখানে তারা আকর্ষণীয় বেতন পাচ্ছেন। এছাড়া আমাদের দেশেও এ পেশার যথেষ্ট কদর রয়েছে। মেধা ও যোগ্যতার ভিত্তিতে নার্সদের মুল্যায়ন করা হচ্ছে। তবিনিময় সভা পরবর্তীতে শতাধিক শিক্ষার্থী নিউরন নার্সিং কোচিং এর শিক্ষক জিকে নাঈমের ওরিয়েন্টেশন ক্লাসে অংশগ্রহণ করেন।
Leave a Reply