1. nannunews7@gmail.com : admin :
September 19, 2024, 1:04 am

আলমডাঙ্গায় আফিয়া নূর ফাউন্ডেশনের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত সময় Saturday, September 14, 2024
  • 3 বার পড়া হয়েছে

আলমডাঙ্গা ব্যুরো ॥ গতকাল শনিবার সকাল ১০টায় আফিয়া নূর ফাউন্ডেশনের ১ম সাধারণ সভা অনুষ্ঠিত হয়, ফাউন্ডেশনের প্রধান কার্যালয় আলমডাঙ্গা কলেজিয়েট স্কুলের সেমিনার হলে। ফাউন্ডেশনের উপদেষ্টা পরিষদ, কার্যকরী পরিষদ, সদস্য, বিশেষ প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিসহ প্রায় অর্ধ শতাধিক ব্যক্তির সরব উপস্থিতিতে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।আফিয়া নুর বৃত্তি প্রকল্পটি উপজেলার প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে মেধাবী অসহায় শিক্ষার্থীদের কাছে কিভাবে উপকারে আসতে পারে, শিক্ষার মানকে আরো উন্নত করে দেশ ও জাতি গঠনের ক্ষেত্রে আলমডাঙ্গা উপজেলা শিক্ষার্থীরা কিভাবে জাতীয় পরিচয় ভূমিকা রাখতে পারে, এইসব বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও কিছু কার্যকরী সিদ্ধান্ত প্রাথমিকভাবে গ্রহণ করা হয়। ফাউন্ডেশনের সদস্য সচিব শামীম রেজার সঞ্চালনায় ও মোঃ মোশাররফ হোসেনের কোরআন তেলাওয়াতের পর, স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক নূর মোহাম্মদ টিপু। আলোচকরা তাদের গুরুত্বপূর্ণ ও নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এ সভার সভাপতিত্ব করেন অ্যাডভোকেট মোঃ ইকরামুল হক,জজ কোর্ট চুয়াডাঙ্গা, প্রধান অতিথি ছিলেন ডাঃ মোঃ গোলাম মোস্তফা, প্রাক্তন উপ-পরিচালক স্বাস্থ্য বিভাগ। আরো উপস্থিত ছিলেন, মোঃ আব্দুল মোনয়েম,ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলমডাঙ্গা সরকারি কলেজ, মোঃ সিরাজুল ইসলাম, অবসরপ্রাপ্ত ব্যবস্থাপক সোনালী ব্যাংক,খন্দকার শহিদুর রহমান, অবসরপ্রাপ্ত মৎস অফিসার, মোহাম্মদ আতিয়ার রহমান, উপ-পরিচালক বি আর টি এ, ডঃ মুহাম্মদ আব্দুর রহমান, প্রভাষক এম এস জোহা ডিগ্রী কলেজ, মোহাম্মদ আব্দুল হান্নান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সরকারি মাধ্যমিক বিদ্যালয় আলমডাঙ্গা, মোঃ মনিরুজ্জামান, প্রধান শিক্ষক আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, মোহাম্মদ ফজলুল হক শামীম, প্রধান শিক্ষক এরশাদপুর একাডেমী,মাওলানা মোঃ শাহিন শাহীদ প্রভাষক নলমারামারি আলিম মাদ্রাসা, জামসেদুল হক মুনি,অধ্যক্ষ আলমডাঙ্গা কলেজিয়েট স্কুল, শেখ সাফায়েতুল ইসলাম হিরো, সভাপতি আলমডাঙ্গা উপজেলা ইমাম সমিতি, ডাঃ আব্দুল্লাহ আল মামুন, সম্পাদক ডায়াবেটিস সমিতি আলমডাঙ্গা,বিশেষ প্রতিনিধি জাফর জুয়েল, ফাহিম ফয়সাল প্রমুখ। এ সভা শেষে প্রতিষ্ঠানের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শেখ সাফায়েদুল ইসলাম হিরো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640